কুককে ছাড়িয়ে গেলেন জো রুট

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারদের মধ্যে একজন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার জো রুট। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টে ঐতিহাসিক লর্ডসে প্রথম ইনিংসে সেঞ্চুরির পর আজ দ্বিতীয় ইনিংসেও নিজের শতকটি তুলে নিলেন এই ইংলিশ ব্যাটার। এতে তিনি ছাড়িয়ে গেলেন অ্যালিস্টার কুককে।

দীর্ঘ এক যুগের টেস্ট ক্যারিয়ারে এর আগে কখনই একই ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি করতে পারেননি তিনি। আজ তাই নিজের রেকর্ডবুকে নিজেই নতুন করে নাম লেখালেন রুট। ইংলিশ ক্রিকেটারদের মধ্যে তার আগে এই কৃতিত্বটি আছে জ্যাক রাসেল, হারবার্ট সাটক্লিফ, এডি পেন্টার, ডেনিস কম্পটন, গ্রাহাম গুচ, আলেক স্টেওয়ার্ট, মাইকেল ভন, অ্যান্ড্রু স্ট্রস ও জনি বেয়ারস্টোর।

বিজ্ঞাপন

এছাড়াও এই দিনে কুকের ৩৩টি সেঞ্চুরি, যেটি ছিল ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ সংখ্যক শতক, সেটিও টপকে গেলেন রুট। তিন ফরম্যাট মিলিয়ে রুটের এটা ৫০তম শতক ছিল।