খুররাম-হামজার পেসের দিনের শুরুতেই ছন্নছাড়া বাংলাদেশের ব্যাটাররা

  • বার্তা ২৪ স্পোর্টস
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগের দিন পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে কেবল ২ ওভারের জন্য ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। সেখানে বিনা উইকেটে ১০ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে সফরকারীরা। পরের তৃতীয় শুরুটা আর সেভাবে হয়নি নাজমুল হোসেন শান্তর দলের। দলীয় সংগ্রহ ২৬ রানে পোঁছাতেই নেই ৬ উইকেট।

শুরুর সেই ব্যাটিং ধস সামলাতে ২২ গজে এই মুহূর্তে ব্যাট করছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় সেশন শুরুর আগে ২৬ ওভার শেষে ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭৫ রান। ফলোয়ান এড়াতে আরও ৫০ রান করতে হবে শান্তর দলকে।

বিজ্ঞাপন

সফরকারীদের পেস তোপে ভুগিয়েছেন খুররম শেহজাদ ও মীর হামজা। দুজন মিলেই তুলেছেন এখন পর্যন্ত ৬ উইকেট। দিনের শুরুতে ষষ্ঠ ওভারের শেষ বলে জাকিরকে ফেরান খুররম। নিজের পরের ওভার এবার জোড়া আঘাত হানেন এই ডানহাতি পেসার। সেখানে সাজঘরের রাস্তা মাপেন আরেক ওপেনার সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলীয় সংগ্রহ তখন কেবল ২০ রান। পরের ৬ রান যোগে সাজঘরের ফেরেন আরও ৩ ব্যাটার।

সেই চাপ সামলে ফলোয়ানের শঙ্কা এড়াতেই লড়ছেন লিটন ও মিরাজ।

বিজ্ঞাপন

এর আগে নিজেদের প্রথম ইনিংসে পাকিস্তান তোলে ২৭৪ রান। সেখানে নিজের দশম ফাইফার পান মিরাজ। এবার ব্যাট হাতেও দেখাচ্ছেন তার অলরাউন্ড নৈপুণ্য।