মিরপুরের স্মৃতি ২৭ মাস পর রাওয়ালপিন্ডিতেও ফেরালেন লিটন
শেষবার টেস্ট ক্রিকেটে লিটন যখন হেলমেটে চুমু দিয়েছিলেন, সেবারের আর এবারের অনেক মিল। শুধুই যে সেঞ্চুরি সেলিব্রেশনে, তা না। ২৭ মাসের ব্যবধানে আসা দুইটা সেঞ্চুরিই এসেছে একই রকম পরিস্থিতি থেকে।
রাওয়ালপিন্ডিতে লিটন যখন ক্রিজে আসেন তখন দলের রান ২৬। নেই পাঁচ উইকেট। কোনো রান যোগ হওয়ার আগেই নেই আরও এক উইকেট। ২৬ রানে ছয় উইকেট থেকে মিরাজের সাথে ১৬৭ রানের জুটি। দুজনে ক্রিজে কাটিয়েছেন ২৪২ বল।
লিটন যখন থামেন দলে রান তখন ২৬২। লিটন ক্রিজে আসার পর যে ২৩৬ রান যোগ হয়েছে, সেখানে তার কন্ট্রিবিউশান ১৩৮ রান। যেটা ক্যারিয়ারের দ্বিতীয় সেরা।
এবার একটু সোয়া দুই বছর পেছনে যাওয়া যাক। ২০২২ এর মে তে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের ২য় ম্যাচে লিটন খেলেছিলেন এমন একটা ইনিংস। যখন ক্রিজে আসেন তখন দলের রান ছিলো ২৪। উইকেট হারিয়েছে পাঁচটা। যখন ফিরছিলেন তখন রান ২৯৬।
মুশফিকুর রহিমের সাথে ২৭২ রানের ম্যারাথন জুটি। দুজনে মিলে ৬ষ্ঠ উইকেট জুটিতে খেলছেন ৫১৮ বল। লিটন যখন ফিরছিলেন নামের পাশে ১৪১ রান। যেটা টেস্ট ক্রিকেটে তার ক্যারিয়ার সেরা।
অর্থাৎ মিরপুরের সেই ইনিংসটাই যেনো রাওয়ালপিন্ডিরে পুর্নমঞ্চায়ন করলেন এই উইকেটকিপার ব্যাটার। মাঝে অবশ্য আর টেস্ট সেঞ্চুরির দেখাও পাননি টেস্টে চার সেঞ্চুরির মালিক।