ক্রিকেট
নয়ডা টেস্ট–৪র্থ দিন
আফগানিস্তান–নিউজিল্যান্ড
সকাল ১০টা, ইউরোস্পোর্ট
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
সেন্ট লুসিয়া–সেন্ট কিটস
আগামীকাল ভোর ৫টা, স্টার স্পোর্টস ২
টেনিস
ডেভিস কাপ
সকাল ৯টা, সনি স্পোর্টস টেন ২
ক্রিকেট
নয়ডা টেস্ট–৪র্থ দিন
আফগানিস্তান–নিউজিল্যান্ড
সকাল ১০টা, ইউরোস্পোর্ট
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
সেন্ট লুসিয়া–সেন্ট কিটস
আগামীকাল ভোর ৫টা, স্টার স্পোর্টস ২
টেনিস
ডেভিস কাপ
সকাল ৯টা, সনি স্পোর্টস টেন ২
আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন এবার বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়বেন। তাবিথ আউয়াল প্রাথমিক কাজটা সারলেন আজ বৃহস্পতিবার। সভাপতি পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি।
গতকাল থেকে শুরু হয়েছে মনোনয়ন ফর্ম সংগ্রহ করার সময়। কালই তার ফরম সংগ্রহ করার কথা ছিল। তবে তাবিথ আউয়াল অপেক্ষার অবসান ঘটিয়ে ফরম নিলেন আজ।
তিনি সশরীরে অবশ্য বাফুফে ভবনে আসেননি। তার পক্ষে ফর্ম সংগ্রহ করেন তার ক্লাব নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত ভূঁইয়া শাহীন।
তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘তিনি নোফেল স্পোর্টিং ক্লাবের সভাপতি, আমি সাধারণ সম্পাদক। তিনি আমার সভাপতি তাই আমি অফিসিয়াল প্রধান হিসেবে তার ফরম সংগ্রহ করেছি। তাছাড়া তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। পূজা উপলক্ষে তার ব্যস্ততাও থাকতে পারে।’ শাহীন নিজে মনোনয়ন পদে ফরম নিয়েছেন গতকাল।
সাবেক বাফুফে সহ-সভাপতি তাবিথ মনোনয়ন নেওয়ার সময় বাফুফেতে আসেননি। তবে জমা দেওয়ার সময় তিনি ঠিকই আসবেন বলে জানালেন শাহীন। বললেন, ‘আজ না আসলেও মনোনয়ন জমা দেয়ার সময় তিনি আসবেন’। আগামী ১৩ ও ১৪ অক্টোবর বাফুফে নির্বাচনের মনোনয়ন দাখিলের দিন ধার্য্য করা হয়েছে।
পরিস্থিতিটা এখন অন্যরকমই হতে পারত। স্কটল্যান্ডকে হারিয়ে তাদেরই প্রতিবেশী ইংল্যান্ডকেও যদি হারটা উপহার দেওয়া যেত, তাহলে এতক্ষণে বাংলাদেশ সেমিফাইনালের চৌকাঠে পা দিয়েই দিত। কিন্তু দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে নাগালে পেয়েও হারাতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। যার ফলে আফসোসের শেষ ছিল না অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে আজ বৃহস্পতিবার। বাংলাদেশ সময় রাত ৮টায় হবে এই ম্যাচ।
দলের অভিজ্ঞ স্পিনার ও সহ-অধিনায়ক নাহিদা আক্তারের মনেও আফসোস আছে খানিকটা। তবে সে আফসোস ভুলে এখন সামনে তাকাচ্ছেন তিনি। জানালেন, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার রাস্তা খোলা রাখতে চায় দল।
তিনি এক ভিডিওবার্তায় বলেছেন, ‘গত ম্যাচের হারটা অবশ্যই আমাদের জন্য কষ্টদায়ক, খারাপ লাগার একটা জায়গা। এই কয়দিনে আমাদের যে অনুশীলন সেশন চলছে, আমরা চেষ্টা করছি ওই জায়গা থেকে বের হওয়ার এবং কীভাবে আরেকটু উন্নতি করা যায় এবং ম্যাচে তা কাজে লাগানো যায়।’
দুই ম্যাচ শেষ। বাংলাদেশের হাতে আছে আর দুটো ম্যাচ। যেখানে আবার দলের প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ আর শিরোপা প্রত্যাশী দক্ষিণ আফ্রিকা। তবে আমিরাতের কন্ডিশনে তাদেরকে হারাতে চায় বাংলাদেশ।
নাহিদার কথা, ‘যেহেতু আমরা সেমি-ফাইনাল খেলতে চাই, এই দুটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ আমার জন্য। পরের ম্যাচ আমাদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আমরা এই ম্যাচে মনোযোগ দিচ্ছি যে, কীভাবে জিততে পারি।’
‘আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি জিততে পারি, তাহলে সেমি-ফাইনালে যাওয়াটা সহজ হবে আমাদের জন্য। সব দিক থেকেই আমাদের মনোযোগ পরের ম্যাচে। এই ম্যাচে ভালো করার জন্য… শুধু ভালো করার জন্য নয়, জয়ের জন্য নামব আমরা এবং জেতার জন্য যা যা করা দরকার, চেষ্টা করব করার।’
দুটো ম্যাচ শেষ। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ বাকি আর দুটো। তার প্রথমটা আজ উইন্ডিজের বিপক্ষে। সেই ম্যাচে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে দলটা আশা জিইয়ে রাখতে চান বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
ইংল্যান্ডের বিপক্ষে ১১৯ রানের লক্ষ্য তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। সে আফসোসটা আছে দলে। তবে সেটা ঝেড়ে ফেলেই আজ উইন্ডিজের মুখোমুখি হচ্ছেন নিগাররা।
তিনি জানালেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে খুব ভালো সুযোগ ছিল আমাদের। আমরা পারিনি, তবে সেই ম্যাচ এখন শেষ। পরের ম্যাচে নিজেদের সেরাটা খেলতে চাই আমরা। আমার বিশ্বাস, সেই সামর্থ্য আমাদের আছে। এই দলটি গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করছে এই টুর্নামেন্টের জন্য। আমরা সবাই দলের জন্য ভালো করতে চাই।’
উইন্ডিজের বিপক্ষে ‘ভালো কিছু’ চান নিগার। সে ভালো কিছু যে জয়, প্রথম দুই ম্যাচের দারুণ পারফর্ম্যান্সের পর তা আর বলে না দিলেও হয়। তবে সে ভালো কিছু পেতে হলে নিজেদের সেরাটা ঢেলে দেওয়ার কোনো বিকল্প নেই। সেটা আবারও মনে করিয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক।
তিনি বলেন, ‘দেশে যে ক্রিকেটাররা আছে, তাদেরও একই চাওয়া। আগের দুই ম্যাচের ভুলগুলো সামনে আর পুনরাবৃত্তি করতে চাই না আমরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করতে হলে নিজেদের সেরাটা দিতে হবে আমাদের।’
নিগার আরও যোগ করেন, প্রথম দুই ম্যাচের অভিজ্ঞতা এই ম্যাচে কাজে লাগাতে চায় তার দল, ’গত দুটি ম্যাচ আমাদের জন্য বেশ ভালো ছিল। একটিতে আমরা জিতেছি, একটি হেরেছি। তবে আমরা অনেক কিছু শিখেছি, বুঝতে পেরেছি আমাদের কী করতে হবে। সেই ইতিবাচক দিকগুলোকে সঙ্গী করে আমরা এগিয়ে যেতে চাই, যা পরের ম্যাচে আমাদের সহায়তা করবে।’
আগের দুই ম্যাচ শারজাতে খেলেছে বাংলাদেশ। আজও ওই মাঠেই দল নামবে উইন্ডিজের বিপক্ষে। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
ক্রিকেট
নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ
রাত ৮টা, নাগরিক টিভি ও স্টার স্পোর্টস ১
মুলতান টেস্ট–৪র্থ দিন
পাকিস্তান–ইংল্যান্ড
সকাল ১১টা, টি স্পোর্টস ও পিটিভি স্পোর্টস
ফুটবল
উয়েফা নেশনস লিগ
লাটভিয়া–উত্তর মেসিডোনিয়া
রাত ১০টা, সনি স্পোর্টস টেন ২
ইতালি–বেলজিয়াম
রাত ১২-৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ২
ইংল্যান্ড–গ্রিস
রাত ১২-৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ১
ইসরায়েল–ফ্রান্স
রাত ১২-৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ৫
ফিনল্যান্ড–আয়ারল্যান্ড
রাত ১২-৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ৩