টিভিতে আজকের খেলা
ক্রিকেট
নয়ডা টেস্ট–৪র্থ দিন
আফগানিস্তান–নিউজিল্যান্ড
সকাল ১০টা, ইউরোস্পোর্ট
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
সেন্ট লুসিয়া–সেন্ট কিটস
আগামীকাল ভোর ৫টা, স্টার স্পোর্টস ২
টেনিস
ডেভিস কাপ
সকাল ৯টা, সনি স্পোর্টস টেন ২
ক্রিকেট
নয়ডা টেস্ট–৪র্থ দিন
আফগানিস্তান–নিউজিল্যান্ড
সকাল ১০টা, ইউরোস্পোর্ট
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
সেন্ট লুসিয়া–সেন্ট কিটস
আগামীকাল ভোর ৫টা, স্টার স্পোর্টস ২
টেনিস
ডেভিস কাপ
সকাল ৯টা, সনি স্পোর্টস টেন ২
অ্যাটলেটিকো মাদ্রিদ শনিবার বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে লা লিগার শীর্ষস্থান দখল করেছে। পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে রদ্রিগো ডি পল এবং আলেকজান্ডার সর্লোথের গোল অ্যাটলেটিকোকে নাটকীয় জয় এনে দেয়। এই জয়ে তারা বার্সেলোনার থেকে এক ম্যাচ কম খেলে তিন পয়েন্টে এগিয়ে গেল।
ম্যাচের শুরুতে বার্সেলোনা আধিপত্য বিস্তার করে এবং ৩০তম মিনিটে পেদ্রির গোলে এগিয়ে যায়। পেদ্রি নিজেই বল নিয়ে এগিয়ে গাভিকে পাস দেন, যা গাভির পায়ে লেগে আবার পেদ্রির কাছে ফিরে আসে। সেখান থেকে তিনি গোলরক্ষক ইয়ান ওবলাককে পরাস্ত করেন।
দ্বিতীয়ার্ধের শুরুতে বার্সেলোনা লিড বাড়ানোর সুযোগ পেলেও সেটি কাজে লাগাতে পারেনি। ফারমিন লোপেজের শট আটকান ওবলাক এবং রাফিনহার শট ক্রসবারে লাগে। এর কিছুক্ষণ পরেই ভুল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে ডি পল নিচু শটে গোল করেন।
শেষ মুহূর্তে উভয় দলই জয়ের চেষ্টা চালায়। তবে যোগ করা সময়ে নাহুয়েল মোলিনার ক্রস থেকে সর্লোথের দুর্দান্ত ফিনিশ অ্যাটলেটিকোকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দেয়।
এই জয়ে অ্যাটলেটিকো ক্রিসমাসের আগে লিগ টেবিলের শীর্ষে অবস্থান নিশ্চিত করল। বার্সেলোনা এখন তাদের শেষ সাত ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে এবং ঘরের মাঠে টানা তিন ম্যাচে হারের মুখ দেখেছে, যা ১৯৮৭ সালের পর দলটির সবচেয়ে খারাপ রেকর্ড।
এই হারের ফলে বার্সেলোনা আজ তিনে নেমে যাওয়ার শঙ্কায়ও আছে। দলটির পয়েন্ট বর্তমানে দাঁড়াল ১৯ ম্যাচে ৩৮ এ। দুই ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ এক পয়েন্টে পিছিয়ে আছে বার্সার। আজ রাতে সেভিয়াকে হারিয়ে দিতে পারলেই তারা উঠে আসবে দুইয়ে। আর শীর্ষে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট পেয়েছে।
চলতি মাসের শুরুতে অনূর্ধ্ব ১৯ পুরুষদের এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ হারিয়েছিল ভারতকে। জিতে নিয়েছিল এশিয়া কাপের শিরোপা। সে সুযোগটা অ-১৯ নারীদের সামনে চলে এসেছিল। তবে আজ ভারতের বিপক্ষে সে সুযোগটা সুমাইয়া আক্তাররা নিতে পারেননি। বাংলাদেশ ম্যাচটা হেরেছে ৪১ রানে, ফলে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে দলকে।
এই ম্যাচে টস জেতে বাংলাদেশ। অধিনায়ক সুমাইয়া আক্তার নেন বোলিংয়ের সিদ্ধান্ত। শুরুতে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৭ উইকেটে ১১৭ রান করে। তাদের হয়ে তৃষা ৪৭ বলে ৫২ রান করে হাল ধরেছেন। পাশাপাশি মিথিলা ভিনোদ ও আয়ুশি শুক্লাও বড় অবদান রাখেন।
তবে বাংলাদেশের বোলাররা নিজেদের দায়িত্ব দারুণভাবে পালন করেছেন। বিশেষ করে ফারজানা ইয়াসমিন, যিনি মাত্র ৩১ রান খরচ করে ৪ উইকেট শিকার করেছেন এবং বিপক্ষ ব্যাটারদের ভুগিয়েছেন। এ ছাড়া নিশিতা আক্তার নিশি ও হাবিবা ইসলাম তাদের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
জবাবে বাংলাদেশ শুরু থেকেই উইকেট খোয়াতে থাকে। দুই ব্যাটার বাদে কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। ওপেনার ফাহমিদা ছোঁয়া ব্যাটারদের আসা যাওয়ার মিছিল সামলে কিছুটা সময় এক প্রান্ত আগলে রেখেছিলেন। ব্যক্তিগত ১৮ রানে তিনি তৃতীয় ব্যাটার হিসেবে ফেরেন, বাংলাদেশ ৪৪ রানে হারায় ৩ উইকেট।
এরপরও ওপাশে হাল ধরার চেষ্টা করেন জুয়াইরিয়া ফেরদৌস। তার ব্যাটে আসে ২২ রান। ওপাশে সঙ্গীদের আসা যাওয়ার মিছিল অবশ্য বন্ধ হয়নি। তবে যেই না জুয়াইরিয়া বিদায় নিলেন, এরপরই বাংলাদেশের ইনিংস হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তিনি বিদায় নিয়েছিলেন দলীয় ৬৪ রানে, পঞ্চম ব্যাটার হিসেবে। তার বিদায়ের পর শেষ ৫ উইকেট বাংলাদেশ খুইয়েছে ১২ রানে। আর তাতেই ৭৬ রানে অলআউট হয়ে বাংলাদেশ ম্যাচটা হারে ৪১ রানে।
ক্রিকেট
অ–১৯ নারী এশিয়া কাপ : ফাইনাল
বাংলাদেশ–ভারত
সকাল ৭–৩০ মি., সনি স্পোর্টস ৫
জাতীয় লিগ টি-টোয়েন্টি
কোয়ালিফায়ার ২
ঢাকা মহানগর-খুলনা
বেলা ১২-৩০ মি., টি স্পোর্টস
নারী ওয়ানডে
ভারত-ওয়েস্ট ইন্ডিজ
বেলা ২টা, স্পোর্টস ১৮-১
৩য় ওয়ানডে
দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান
সন্ধ্যা ৬টা, স্পোর্টস ১৮-১ ও এ স্পোর্টস
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানচেস্টার ইউনাইটেড-বোর্নমাউথ
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
এভারটন-চেলসি
রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
টটেনহাম-লিভারপুল
রাত ১০-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
বুন্দেসলিগা
বখুম-হাইডেনহাইম
রাত ৮-৩০ মি., সনি স্পোর্টস ২
ভলফসবুর্গ-ডর্টমুন্ড
রাত ১০-৩০ মি., সনি স্পোর্টস ২
ম্যানচেস্টার সিটির বাজে সময় চলছেই। শেষ ১১ ম্যাচের ৮টিতে হেরে শনিবার অ্যাস্টন ভিলার মাঠে গিয়েছিল দলটা। এমিলিয়ানো মার্তিনেজের দলের কাছে ২-১ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন সিটি।
বাজে সময়কে পেছনে ফেলতে কোচ পেপ গার্দিওলা ৬টি পরিবর্তন এনেছিলেন দলে। তবে সিটির অগোছালো পারফর্ম্যান্সে কোনো বদল আসেনি। মাত্র ২০ সেকেন্ডের মধ্যে গোল হজম করতে বসেছিল দলটা। তা সামলে কিছু সুযোগও তৈরি করেছিল।
তবে ১৬ মিনিটে জন দুরানের গোলে এগিয়ে যায় ভিলা। এরপরই একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে জেতে থাকে সিটি। ৬৫ মিনিটে জন ম্যাকগিনের পাস থেকে মরগান রজার্সের গোল ম্যাচ জেতার সম্ভাবনা শূন্যের কোটায় নামিয়ে আনে সিটির।
এরপরও অবশ্য সিটি চেষ্টা থামায়নি। গার্দিওলা দ্বিতীয়ার্ধে কাইল ওয়াকারকে স্টোনসের জায়গায় নামান। তাও কাজে দেয়নি। শেষ মুহূর্তে ফোডেন অবশ্য একটা গোল করেন। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সিটিকে তাই মাঠ ছাড়তে হয় ২-১ গোলের হার নিয়ে।
এই জয়ে ভিলা গার্দিওলার সিটিকে টপকে প্রিমিয়ার লিগের পঞ্চম স্থানে উঠে এসেছে। তাদের পয়েন্ট ১৭ ম্যাচে ২৮, আর সিটির পয়েন্ট সমান ম্যাচে ২৭।