সাকিবকে নিয়ে যা ভাবছে টিম ম্যানেজমেন্ট

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চেন্নাই টেস্টে কম বোলিং করা নিয়ে তোপের মুখে পড়েছেন সাকিব আল হাসান। এরপর ধারাভাষ্যকার মুরালি কার্তিকের সঙ্গে পুরোনো চোট নিয়ে কথা বলে বিপত্তিটা আরও বাড়িয়েছেন তিনি নিজেই। যদিও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত গতকাল জানিয়েছিলেন, তিনি ইচ্ছাকৃতভাবেই কম বোলিং করিয়েছেন সাকিবকে। 

এবার নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন ভিন্ন কথা। জানালেন ম্যাচ শুরুর পর আঙুলে ব্যথা পেয়েছেন সাকিব। এরপর গতকাল ব্যাটিংয়ের সময়ও চোট পেয়েছেন আঙুলে। সব মিলিয়ে সাকিবের কানপুর টেস্টে খেলা নিয়ে তাই জেগেছে সংশয়।  

বিজ্ঞাপন

আঙুলের চোটের কারণে সাকিব এখন ফিজিও বায়জিদুল ইসলামের পর্যবেক্ষণে আছেন। হান্নান জানিয়েছেন, কানপুরের দুই অনুশীলন সেশন শেষেই তাকে নিয়ে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। 

সাকিবের চোট নিয়ে তিনি জানান, এই অলরাউন্ডার ম্যাচ শুরুর পর চোটের বিষয়টা বুঝতে পেরেছেন। এর আগে তিনি ফিজিওদের শতভাগ ফিটনেসের ছাড়পত্র নিয়েই মাঠে নেমেছিলেন। তার কথা, ‘যে আঙুলটায় অসুবিধা হয়েছিল, সেটা ম্যাচের আগে সে ফিল করতে পারেনি। বোলিং করা শুরু করার পর ফিল করেছে। সেই আঙুলে আবার বল লেগেছে। সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে।’

বিজ্ঞাপন

সাকিবকে খেলানোর জোর চেষ্টাই করবে টিম ম্যানেজমেন্ট, সেটা শুধুমাত্র ব্যাটার হিসেবে হলেও! হান্নান বলেন, ‘যেহেতু সেকেন্ড টেস্টের আগে সময় আছে, আমাদেরও দেখার সুযোগ রয়েছে। সাকিব এমন একজন প্লেয়ার, সে যদি খেলতে না পারে, যদি মনে করে বোলিং করতে পারবে না, তাহলে কিন্তু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে। আর সে যদি মনে করে বোলিং-ব্যাটিং কিছুই করতে পারবে না, তাহলে সিনারিও ভিন্ন। সময় যেহেতু আছে, পরে আমরা দেখেশুনে জাজমেন্টে যাব।’

তবে তাই বলে কানপুরে খেলছেনই সাকিব, এটা বলা যাচ্ছে না। সাকিবের দ্বিতীয় টেস্টে না খেলার শঙ্কাও আছে বেশ করে। নির্বাচক হান্নান বলেন, ‘আমরা টিম সাজাতে গেলে সাকিবকে যদি আমাদের প্রয়োজন হয় সাকিব খেলবে, আর যদি মনে হয় না এই মুহূর্তে সাকিবকে ছাড়া… সেটাও হতে পারে। সবকিছু বিবেচনায় নিয়ে… যেহেতু চারদিন আছে, দুই দিন আমরা মাঠে থাকব, সেখানে আমরা আরও নিবিড় পর্যবেক্ষণ করব, তার ব্যাটিং-বোলিং জাজ করার চেষ্টা করব, তার কাছ থেকে মতামত নেব, তারপর সিদ্ধান্তে আসব।’