দ্বিতীয় টেস্ট খেলতে কানপুরে বাংলাদেশ
নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে খানিকটা। শুক্রবারের ম্যাচকে ঘিরে তার আগে হিন্দু মহাসভা ডাক দিয়েছে ধর্মঘটের। তবে এ শঙ্কা মাথায় রেখেই বাংলাদেশ দল দ্বিতীয় টেস্ট খেলতে পৌঁছে গেছে কানপুরে।
প্রথম টেস্টে বাংলাদেশ ২৮০ রানে হেরেছে। দুই টেস্টের সিরিজে দল এখন পিছিয়ে আছে ১-০ ব্যবধানে।
কানপুর টেস্ট দিয়ে সে টেস্ট হারের বেদনা ভোলার উপলক্ষ্য এসে দাঁড়িয়েছে বাংলাদেশের সামনে। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ পরিচিত ঘরানার উইকেটই পেতে যাচ্ছে। এমন একটা উইকেট সেখানে প্রস্তুত করা হয়েছে, যা চেন্নাইয়ের উইকেটের চেয়ে অনেক ধীরগতির আর লো বাউন্সের।
ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, উইকেটটা কালো মাটির। যার ফলে সেখানে বাউন্সের ঘাটতি থাকবে বেশ। এমন উইকেটের দেখা আপনি মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে পেয়ে থাকেন হরহামেশাই।
এই কন্ডিশনের পরিবর্তন দুই দলের একাদশেও পরিবর্তন আনতে পারে। ভারত তাদের একাদশে আনতে পারে কুলদীপ যাদব কিংবা অক্ষর পাটেলদের কাউকে। বাংলাদেশের কাছেও সুযোগ আছে তাইজুল ইসলাম ও নাইম হাসানদের কাউকে দলে ভেড়ানোর।
তবে সবকিছু ছাপিয়ে শঙ্কা হয়ে দেখা দিচ্ছে রাজনীতি! একাধিক ডানপন্থী দল বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার অভিযোগ এনে বাংলাদেশ দলের ভারত সফরের বিরোধিতা করেছে। ম্যাচের দিন ডাকা হয়েছে ধর্মঘটও। কানপুর টেস্টের আগে এ ধর্মঘটের আঁচ ম্যাচে যেন না পড়তে পারে, সে লক্ষ্যে ভারতীয় কর্তৃপক্ষও নিরাপত্তার চাদরে ঢেকে দেবে ম্যাচের ভেন্যু, জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম।