বিদায় বলে দিলেন আম্পায়ার আলিম দার

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আলিম দার

আলিম দার

পাকিস্তানের কিংবদন্তি আম্পায়ার আলিম দার আইসিসির এলিট প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন গেল বছর। এবার আম্পায়ারিং থেকেই সরে দাঁড়াচ্ছেন পাকিস্তানি এই ক্রিকেট ব্যক্তিত্ব। চলমান চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপ দিয়েই ক্রিকেটকে বিদায় বলবেন তিনি।

আইসিসির এলিট প্যানেলে ১৯ বছর ধরে ছিলেন তিনি। গেল বছর এই দায়িত্ব ছেড়ে দেন। এরপর দেশের মাটিতে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

বিজ্ঞাপন

তবে সে যাত্রাটাও শেষ হচ্ছে চলমান ঘরোয়া মৌসুম শেষেই। ক্রিকেটের পরবর্তী জীবনের পরিকল্পনাটাও সাজিয়ে রেখেছেন তিনি। নিজের থ্যালাসেমিয়া হাসপাতালে মনোযোগ দেবেন তিনি।

বিষয়টা জানিয়েছেন পাক আম্পায়ার তারিক সাইদ। চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপ চলাকালে তিনি জানান, আলিম দার অবসর নিচ্ছেন।

বিজ্ঞাপন

২০০২ সালে এলিট প্যানেল পদ্ধতি প্রবর্তনের পর থেকে আলিম ছিলেন এর অংশ। এখন পর্যন্ত ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট ও ওয়ানডে পরিচালনার রেকর্ড তার দখলে। টি-টোয়েন্টিতে পরিচালনা করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ। সব মিলিয়ে তিনি ৪৪৮টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করেছেন। ১৪৫টি টেস্ট, ২৩১টি ওয়ানডে ও ৭২টি টি-টোয়েন্টির দায়িত্বে ছিলেন তিনি।

...