নিরাপত্তার চাদরে ঢাকা মিরপুর স্টেডিয়াম

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- ক্রিকইনফো

ছবি- ক্রিকইনফো

মিরপুর-২ মোড় থেকে শেরে বাংলা স্টেডিয়ামের ১ নম্বর গেটের দূরত্ব ২৫০ মিটার মতো। আর সব সিরিজে এ পথটুকু হেঁটেই আসা যায়। 

তবে এবার পরিস্থিতিটা ভিন্ন। সরকার পতনের পর দেশের মাটিতে এই প্রথম কোনো সিরিজ হচ্ছে। যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে পুরো স্টেডিয়াম এলাকা। 

বিজ্ঞাপন

গতকালও এমন নিরাপত্তা বেষ্টনী ছিল। তবে তা কড়াকড়ি ছিল না অতোটা। গতকাল বিকেলে ‘সাকিবিয়ান’দের আন্দোলন ও তাতে সাকিব আল হাসান বিরোধীদের ধাওয়ার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে গেছে। গতকাল দক্ষিণ আফ্রিকা দল যখন মাঠ ছেড়ে যাচ্ছে, তখন তাদের নজরে পড়েছে বিষয়টা, একাধিক প্রোটিয়া সদস্যকে সে ভিডিও ধারণ করতেও দেখা যায়।

এসব কারণে নিরাপত্তা বলয় আরও জোরদার করা হয়েছে আজ। নিরাপত্তারক্ষীদের কড়া বেষ্টনী ভেদ করে সংবাদ কর্মী ও টিকিটধারী দর্শক বাদে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। ক্ষেত্রবিশেষে সেখানেও আসছে বাঁধা। 

বিজ্ঞাপন

এর আগে বিভিন্ন সিরিজে, বিশেষ করে টেস্টে স্কুল কলেজের ইউনিফর্মধারী শিক্ষার্থীদেরকে বিনা টিকিটে খেলা দেখার সুযোগ দিত বিসিবি। তবে আজ সেটাও হচ্ছে না। সে কারণে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা সেখান থেকে তাদের সরিয়েও দেন। পরে অবশ্য বিসিবি সিদ্ধান্ত নেয় অর্ধেক দামে তাদের টিকিট দেওয়ার।