সাকিব প্রসঙ্গে তাইজুল-‘একজনকে তো ৫০ বছর খেলাতে পারবেন না’

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তাইজুল ইসলাম

তাইজুল ইসলাম

সাকিব আল হাসান এই টেস্টে না থেকেও আছেন ভালোভাবেই। মাঠের বাইরে তো বটেই, সংবাদ সম্মেলন কক্ষ থেকে শুরু করে ধারাভাষ্যকক্ষ, তার না থাকার কথা ফিরে ফিরে আসছে বারবার।

আজও এলো। তাইজুল ইসলামকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সাকিব বিষয়ে প্রশ্ন শুনতেই হলো। তবে তাইজুল জানালেন, সাকিবের শূন্যতা যেন খুব দ্রুত দলের কেউ কিংবা নতুন কেউ যেন পূরণ করতে পারেন, তার কামনা সেটাই।

বিজ্ঞাপন

তবে সাকিবকে ছাড়াও দল খেলেছে অনেক, স্মরণীয় পারফর্ম্যান্সও আছে। তা মনে করিয়ে দেন তিনি। বলেন, ‘সাকিব ভাই ছাড়া আমি খেলিনি তা তো না। উনি থাকাকালেও অনেক ম্যাচ সাকিব ভাই ছাড়া খেলেছি। নিউজিল্যান্ডে যখন টেস্ট জিতেছি সাকিব ভাই ছিল না। আমাদের এখানে যখন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতেছি তখনও সাকিব ভাই ছিল না। এরকম অনেক উদাহরণ আছে।’

সাকিবের প্রস্থানকে স্বাভাবিকভাবেই দেখছেন তাইজুল, ‘আপনি তো একটা প্লেয়ারকে ৫০ বছর খেলাতে পারবেন না। একজন আসবে একজন যাবে। ১০ বছর, ১৫ বছর, বড়জোর ২০ বছর। এটা মেনে নিতেই হবে।’

বিজ্ঞাপন

তবে তার ফেলে যাওয়া শূন্যতা বিশাল তা মানেন তিনি। দোয়া চাইলেন, শিগগিরই যেন নতুন সাকিব পেয়ে যায় বাংলাদেশ। তিনি বলেন, ‘সন্দেহ নেই, উনি অনেক ভালো খেলোয়াড় ছিলেন। আমরাও দোয়া করব, আপনারাও দোয়া করবেন উনার মতো যেন আরেকজন আসে এবং এখন যারা আছে তারাও যেন ভালো পারফর্ম করে।’