কিছুদিন আগেই এশিয়া কাপ ক্রিকেটে দুর্দান্ত খেলে এসেছে বাংলাদেশ দল। ফাইনালে ভারতের বিপক্ষে হারলেও টুর্নামেন্টে নজর কেড়েছেন অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। সেই দল থেকে দুটি পরিবর্তন এনে আজ বৃহস্পতিবার অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৫ সদস্যের এই দলে অধিনায়কত্ব করবেন সুমাইয়া আক্তার। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে খেলা দল থেকে বাদ পড়েছেন মাহারুন নেছা ও আরভিন তানি। দলে ডাক পেয়েছেন লাকি খাতুন ও সাদিয়া ইসলাম।
এই দল নিয়ে বিশ্বকাপে ফাইনালে খেলার স্বপ্ন দেখছেন নির্বাচক সজল চৌধুরী। তিনি বলেন, ‘বিশ্বকাপে আমরা ফাইনাল খেলার প্রত্যাশা করি। দলে পেস ইউনিট বেশ ভালো, লেগ স্পিনার রয়েছে, ব্যাটিংয়ে টপ অর্ডার এবং মিডল অর্ডাররা যদি ভালো করে ইনশাল্লাহ আমরা ফাইনাল খেলার প্রত্যাশা করি।’
২০২৫ সালের ১৮ জানুয়ারি শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল ২ ফেব্রুয়ারি। এবারের আসরের স্বাগতিক দেশ মালয়েশিয়া। ১৬টি দল অংশ নিচ্ছে এই বিশ্বকাপে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, ফাহমিদা ছোয়া, ফারিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, জান্নাতুল ইসলাম মাওয়া, জুয়াইরিয়া ফেরদৌস, লাকি খাতুন, আনিসা আক্তার সোবা, মোসাম্মৎ ইভা , ফারজানা ইয়াসমিন, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, সাদিয়া আক্তার ও সাদিয়া ইসলাম।
স্ট্যান্ড বাই: আশরাফি ইয়াসমিন অর্থী, লেকি চাকমা, আরভিন তানি, মাহারুন নেছা।