বাংলাদেশকে দারুণ পাওয়ারপ্লে উপহার দিলেন সৌম্য-শান্ত

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আফগানিস্তানের দেওয়া ২৩৬ রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুটা করেছে বেশ সতর্কভাবে। দশ ওভার শেষে ১ উইকেট খুইয়ে তুলেছে ৫৪ রান।

ওপেনার তানজিদ হাসান তামিম অবশ্য শুরুতেই বিদায় নিয়েছিলেন। মোহাম্মদ গাজানফারের বলে বোল্ড হয়ে তিনি ফেরেন ৩ রান করে, দলের রান তখন ১২।

বিজ্ঞাপন

আরেক ওপেনার সৌম্য সরকার এরপর সঙ্গী নাজমুল হোসেন শান্তকে নিয়ে শুরুর ধাক্কাটা সামলান। সৌম্য শুরু থেকেই ছিলেন আত্মবিশ্বাসী। পাওয়ারপ্লে শেষে তার রান ৩৭ বলে ২৮।

ওদিকে শান্ত শুরুর দিকে খানিকটা সতর্ক থাকলেও পাওয়ারপ্লের শেষ দিকে এসে হাত খুলেছেন, গাজানফারের এক ওভারে নিয়েছেন ১৪ রান। তিনি অপরাজিত আছেন ১৯ বলে ১৭ রান তুলে।

বিজ্ঞাপন

শারজার মাটিতে বাংলাদেশ কখনও ওয়ানডে ম্যাচ জেতেনি। অধরা জয়টা তুলে নিতে পাওয়ারপ্লে শেষে বাংলাদেশের চাই ১৮২ রান, হাতে আছে ৯ উইকেট আর ৪০ ওভার।