বিকেএসপি কাপ নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি লাল দল। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত ফাইনালে বিকেএসপি লাল দল ৩-০ গোলে বিকেএসপি সবুজ দলকে হারায়।
খেলার প্রথমার্ধেই লাল দল প্রধান্য বিস্তার করে খেলে ৩ গোলে এগিয়ে যায়। গোলদাতারা হলেন নবীরণ খাতুন, তানজিলা আফরোজ হীরা ও মরিয়ম মান্নান। খেলা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল পুরস্কার প্রাপ্তদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি এবং মেডেল বিতরণ করেন। এ সময় আরও ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিকেএসপি সবুজ দলের লিমা। ১০ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান বিকেএসপি লাল দলের সাগরিকা এবং সেরা গোলকিপার বিকেএসপি সবুজ দলের সাগরিকা।
বিকেএসপি কাপ নারী ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নেয়। এর মধ্যে বিকেএসপির দু’টি দল ছাড়াও সাতক্ষীরার স্টুডেন্ট ফুটবল একাডেমি, বগুড়ার রক্সি ফুটবল একাডেমি, সিলেটের সুগন্ধা এফসি, রাঙ্গামাটির সুইহলামং ফুটবল একাডেমি, সিলেটের জারা ফুটবল একাডেমি, রাজশাহী ফুটবল এসোসিয়েশন, পঞ্চগড়ের বোদা উপজেলা ফুটবল একাডেমি, টাঙ্গাইলের মোনালেসা ওমেন্স স্পোর্টস একাডেমি, হবিগঞ্জের সাম্পান ফাউন্ডেশন প্রমিলা ফুটবল একাডেমি, ঠাকুরগাঁওর রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি, গাইবান্ধার পলাশবাড়ী ফুটবল একাডেমি, জয়পুরহাটের পরান বাজার ফুটবল একাডেমি, সাতক্ষীরার ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও গাজীপুরের হায়দারাবাদ স্পোর্টিং ক্লাব এন্ড মহিলা একাডেমি।
সাফ চ্যাম্পিয়ন ৫ খেলোয়াড়কে সংবর্ধনা দিল বিকেএসপি
আজ বিকেএসপিতে দ্বিতীয়বারের মত সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবলে দলের ৫জন বিকেএসপির খেলোয়াড়দের জন্য এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ফুটবল ফডারেশনের সভাপতি তাবিথ আউয়াল চ্যাম্পিয়ন দলের হয়ে বিকেএসপির স্বপ্না রানী, আফইদা খন্দকার প্রান্তি , ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার রিপা ও সাগরিকার হাতে সম্মাননা পুরস্কার হিসেবে ২৫ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: মুনীরুল ইসলাম।