বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আগামী ২২ নভেম্বর শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ। তার প্রায় ৫ দিন আগে দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। 

২২ নভেম্বর প্রথম ম্যাচ মাঠে গড়াবে। ম্যাচটা হবে অ্যান্টিগায়। দ্বিতীয় ম্যাচটা হবে ৩০ নভেম্বর। সে ম্যাচটা জ্যামাইকায়।

বিজ্ঞাপন

টেস্ট দলের অধিনায়কের পদে অনেক দিন ধরেই আছেন ক্রেইগ ব্রাথওয়েট। তার অধীনেই বাংলাদেশের বিপক্ষে খেলবে উইন্ডিজ। এই দলে অভিজ্ঞতা আর তরুণদের মিশেল আছে বেশ। ফর্মে থাকা খেলোয়াড় যেমন আছেন, আছেন আনকোরা তরুণরাও।

ফর্মে থাকা জাস্টিন গ্রিভসকে দলে নেওয়া হয়েছে। সিজি ইউনাইটেড সুপার৫০ কাপে তিনটি সেঞ্চুরি করেছিলেন তিনি। কেভিন সিনক্লেয়ারও আছেন, যাকে ভাবা হচ্ছে মূল্যবান এক স্পিনার হিসেবে। 

বিজ্ঞাপন

চোট কাটিয়ে এই সিরিজেও ফিরতে পারেননি জেসন হোল্ডার। কাঁধের চোটের কারণে তিনি এখনও আছেন মাঠের বাইরেই।

উইন্ডিজ স্কোয়াড–
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জশুয়া দা সিলভা (সহ-অধিনায়ক), আলিক এথানাজি, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কেভেম হজ, টেভিন ইলমাখ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেডেন সিলস, কেভিন সিনক্লেয়ার, জোমেল ওয়ারিকান।