পেরু আর্জেন্টিনার বিপক্ষে খেলে গতকাল সকালে হেরেছে ১-০ গোলে। তারপর দলটির খেলোয়ার পাওলো গেরেরো রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন মেসিকে আঙুল দিয়ে ছুঁলেও ফাউল দিয়েছেন রেফারি, কিন্তু তাদের সত্যিকারের ফাউলও নাকি দেননি তিনি!
গেরেরো ম্যাচ শেষে মুভিস্তার দেপোর্তেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘রেফারি যখন আপনাকে ভিন্ন চোখে দেখে, তখন এটা কঠিন হয়ে যায়। তারা আমাদেরকে ধাক্কা দিচ্ছিল, কিন্তু ফাউল ডাকা হচ্ছিল না। কিন্তু মেসিকে যদি আপনি আঙুল দিয়েও ছুঁতেন, তাহলেও এটা ফাউল ধরা হতো।’
‘কেউ এ নিয়ে কথা বলছে না কারণ এটা মেসিকে নিয়ে, তাই না? ছোট কোনো সংযোগ, কোনো স্পর্শ হলেই ফাউল হতো। এদিকে তারা আমাদের ধাক্কা দিয়েছে, কিছুই ডাকা হয়নি। এটা কঠিন, কারণ এটা খেলার ধারাটা নষ্ট করে দেয়। ওদিকে তাদের সবচেয়ে বেশি সুযোগ এসেছে সেটপিস থেকে।’
পেরু এই ম্যাচে হারের পর ১২ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চলে গেছে পয়েন্ট তালিকার তলানিতে। সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়া থেকে তাদের দূরত্ব ১০ পয়েন্টের, ওদিকে প্লে অফে জায়গা করে নেওয়ার জায়গা থেকেও ৭ পয়েন্টের দূরত্বে তারা।
তবে গেরেরো আশা ছাড়ছেন না, ‘আমি মনে করি না আমাদের সুযোগ শেষ, যে কোনো কিছুই হতে পারে। পেরু এর চেয়েও কঠিন পরিস্থিতি থেকে ফিরে এসেছে অতীতে, যখন সবাই আমাদের বাতিল ধরে নিয়েছিল, তখন। আমাদের লড়াইটা চালিয়ে যেতে হবে। আমি আমার সতীর্থদের ওপর বিশ্বাস রাখি; আমার জার্সি, আমার দেশের ওপরও বিশ্বাস রাখি। নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে খেলতে হবে আমাদের।’