আইপিএলে মুস্তাফিজকে কেউ কিনল না, অবিক্রিত রিশাদও

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুস্তাফিজুর রহমান

মুস্তাফিজুর রহমান

এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম হতাশই করল মুস্তাফিজুর রহমানকে। বাংলাদেশের এই পেসারকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি দল। তার ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি।

বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজের আইপিএল মিশন শুরু হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ থেকে। মুম্বাই হয়ে খেলেছেন রাজস্থানেও। তারপর দিল্লিতে খেলে চেন্নাইয়ে ছিলেন সবশেষবার। মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেয় চেন্নাই সুপার কিংস।

বিজ্ঞাপন

আজ সোমবার সৌদি আরবের জেদ্দায় মেগা নিলামে এই বাঁহাতি পেসারের প্রতি আগ্রহ দেখাল না কোন ফ্র্যাঞ্চাইজি।

এদিকে নিলামে উঠেছিলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। তার ফ্লোর প্রাইস ছিল ৭৫ লাখ রূপি। কিন্তু কিন্তু বিগ ব্যাশে দল (হোবার্ট হারিকেনস) পাওয়া রিশাদকে কিনতেও কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি।

বিজ্ঞাপন

বাংলাদেশ থেকে এই নিলামে আছেন আরো ১০ ক্রিকেটার। এখনো সাকিব আল হাসান-তাসকিন আহমেদদের তোলা হয়নি নিলামে।

গতকাল রোববার শুরু হয়েছে আইপিএলের মেগা নিলাম। আজ শেষ হচ্ছে এই নিলাম। আগের দিন ঋষভ পান্তকে ২৭ কোটি রূপিতে দলে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। যা কীনা আইপিএল ইতিহাসের রেকর্ড! একই দিন শ্রেয়াস আইয়ার বিক্রি হন ২৬ কোটি ৭৫ লাখ রূপিতে। তাকে কিনে নেয় পাঞ্জাব কিংস।

এদিকে আজ আল্লাহ গজনফরকে মুম্বাই  ৪ কোটি ৮০ লাখ রূপিতে দলে টেনেছে। আইপিএলে দারুণ একটা রেকর্ড রয়েছে আফগানিস্তানের ১৮ বছর বয়সী এই তরুণের। কোনো ম্যাচ না খেলেই তিনি আইপিএলের ট্রফি জিতেছেন!