আজ টিভিতে যেসব খেলা দেখা যাবে
জাতীয় লিগ টি-২০
ফাইনাল
রংপুর- ঢাকা মহানগর
দুপুর ১২-৩০ মি., টি স্পোর্টস
নারী ওয়ানডে
ভারত-ওয়েস্ট ইন্ডিজ
বেলা ২টা, স্পোর্টস ১৮-১
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
হাইলাইটস শো
বিকেল ৫-৩০ মি., সনি স্পোর্টস ২
জাতীয় লিগ টি-২০
ফাইনাল
রংপুর- ঢাকা মহানগর
দুপুর ১২-৩০ মি., টি স্পোর্টস
নারী ওয়ানডে
ভারত-ওয়েস্ট ইন্ডিজ
বেলা ২টা, স্পোর্টস ১৮-১
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
হাইলাইটস শো
বিকেল ৫-৩০ মি., সনি স্পোর্টস ২
ব্যাট হাতে ছন্দে নেই বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে এক ইনিংসে সেঞ্চুরির দেখা পেলেও অন্য চার ইনিংসে তিনি করেছেন মোটে ২৬ রান। তবে এমন পরিস্থিতিতে তিনি পাশে পেয়েছেন অধিনায়ক রোহিত শর্মাকে। ভারত অধিনায়কের বিশ্বাস, শিগগিরই ছন্দে ফিরবেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটার।
ভারত অধিনায়ক রোহিত শর্মা আশাবাদী যে, বিরাট কোহলি অফ-স্টাম্পের বাইরের বলের সমস্যার সমাধান করতে পারবেন দ্রুতই। মঙ্গলবার মেলবোর্নে বক্সিং ডে টেস্টের আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘আধুনিক যুগের মহান খেলোয়াড়রা নিজেরাই সমস্যার সমাধান বের করে নেন।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে কোহলি বেশ কয়েকবার অফ-স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে আউট হয়েছেন। তবে পার্থে প্রথম টেস্টে অপরাজিত সেঞ্চুরি করে দীর্ঘদিনের খারাপ ফর্ম কাটিয়ে ওঠেন তিনি।
রোহিত নিজেও সাম্প্রতিক ম্যাচগুলোতে ব্যাটিং সমস্যায় ভুগছেন। দ্বিতীয় টেস্ট থেকে ফেরার পর তাঁর ইনিংসগুলোতে স্কোর ছিল ৩, ৬ ও ১০। মিডল অর্ডারে খেলেও তিনি খুব একটা আত্মবিশ্বাসী হতে পারেননি।
তবে ওপেনিংয়ে ফেরার প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, ‘এসব নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। ‘কে কোথায় ব্যাট করবে?’ এটা আমাদের নিজেদের মধ্যে ঠিক করতে হবে। এটি প্রতিটি সংবাদ সম্মেলনে আলোচনার বিষয় নয়। আমাদের দলকে সঠিক পথে এগিয়ে নিতে যা যা প্রয়োজন, আমরা সেটাই করব।’
প্রথম টেস্টে ২৯৫ রানে জয় পেলেও ভারত অ্যাডিলেডে ১০ উইকেটে পরাজিত হয়। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন টেস্ট ড্র হওয়ায় সিরিজ এখন ১-১ সমতায়। রোহিত মনে করেন, ‘১-১ ফলাফলটি যথার্থ। দুই দলই শক্তিশালী ক্রিকেট খেলেছে। পরবর্তী দুটি ম্যাচ দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
মোহাম্মদ শামি হাঁটুর চোটে শেষ দুই টেস্ট থেকে বাদ পড়ায় মুম্বাইয়ের অলরাউন্ডার তানুশ কোটিয়ানকে দলে অন্তর্ভুক্ত করেছে ভারত।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করা আমির জাঙ্গু এবার প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সোমবার ঘোষণা করেছে, আসন্ন পাকিস্তান সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ সিরিজে স্পিনার গুদাকেশ মোতিও দলে ঢুকেছেন। এদিকে, পেসার শামার জোসেফ ইনজুরির কারণে বাইরে রয়েছেন। আলজারি জোসেফ ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
সিরিজটি শুরু হবে ১৭ জানুয়ারি ২০২৫। সিরিজের দুই টেস্টই মুলতানে অনুষ্ঠিত হবে। সফরের আগে ১১ ও ১২ জানুয়ারি রাওয়ালপিন্ডিতে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।
দল নিয়ে কথা বলতে গিয়ে হেড কোচ আন্দ্রে কোলি বলেন, ‘২০২৫ সালের জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে আমাদের লক্ষ্য হলো ২০২৪ সালের অর্জনগুলোর ভিত্তিতে আরও উন্নতি করা এবং শিক্ষাগুলোকে কার্যকর ফলাফলে রূপান্তর করা। মোতি স্পিন আক্রমণে শক্তি যোগাবে, আর জাঙ্গুর দলে সুযোগ পাওয়ার পেছনে রয়েছে তার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স এবং স্পিনের বিপক্ষে দক্ষতার প্রমাণ।’
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:
ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জশুয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজে, কেসি কার্টি, জাস্টিন গ্রিভস, কেভাম হজ, টেভিন ইমলাখ, আমির জাঙ্গু, মিকাইল লুইস, গুদাকেশ মোতি, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, কেভিন সিনক্লিয়ার, জেইডেন সিলস, জোমেল ওয়ারিকান।
বিজয় দিবস কাবাডির পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। নারী বিভাগে শিরোপা জিতেছে বাংলাদেশ পুলিশ। পুরুষ ও নারী দুই বিভাগের ফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হয়। নৌবাহিনী হারিয়েছে বিমান বাহিনীকে আর পুলিশ জয় পেয়েছে আনসারের বিপক্ষে।
আজ মঙ্গলবার শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রথমে পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। মাত্র দুই পয়েন্টের ব্যবধানে বিমান বাহিনীকে হারিয়েছে নৌবাহিনী। তুহিন তরফদাররা ফাইনাল জিতেছে ৩৮-৩৬ পয়েন্টে। চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে গ্রুপ পর্বে বিমান বাহিনীর কাছে হারের প্রতিশোধ নিল নৌ বাহিনী।
ম্যাচের শুরুতে বিমান বাহিনী কিছুটা এগিয়ে গেলেও ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় নৌ বাহিনী। ম্যাচে লিড বাড়িয়ে প্রতিপক্ষের উপর প্রাধান্য বিস্তার করতে থাকে তারা। প্রথমার্ধে ১২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় নৌ বাহিনী। তাদের সংগ্রহ ছিল ২৬। আর বিমান বাহিনীর ১৪।
আঘাত পেয়ে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচ থেকে ছিটকে পড়েন বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ খেলোয়াড় দীপায়ন। এর ফলে শক্তিতে কিছুটা ভাটা পড়ে বিমানের। টানা তিন খেলায় ম্যাচ সেরা হন দীপায়ন।
বিরতি থেকে ফিরে ম্যাচ জমিয়ে তুলে বিমান বাহিনী। পয়েন্টের ব্যবধান কমিয়ে দারুণভাবে ম্যাচে ফিরে তারা। এক সময় দুই দলের পয়েন্ট দাঁড়ায় সমান ৩৪। তবে শেষ দিকে আর কুলিয়ে উঠতে পারেনি বিমান বাহিনী। ম্যাচের শেষ বাঁশি বাজার সাথে সাথে বিজয়ের উল্লাসে মেতে উঠে নৌ বাহিনীর খেলোয়াড়রা। ম্যাচে দুই দলই দুইটি করে লোনা পেয়েছে। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন নৌ বাহিনীর তুহিন তরফদার। টুর্নামেন্টের সেরা রেইডার বিমান বাহিনীর মিজান আহমেদ। সেরা ক্যাচার নৌ বাহিনীর নাসির উদ্দিন। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বিমান বাহিনীর দীপায়ন।
নারী বিভাগের ফাইনালে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। শিরোপার লড়াইয়ে পুলিশ ২৬-১৬ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে। এই ম্যাচেও জমজমাট লড়াই হয়েছে। প্রথমার্ধে সমান তালে লড়েছে দুই দল। কেউ কাউকে ছাড় দেয়নি বিন্দুমাত্র। পুলিশ ও আনসারের পয়েন্ট ছিল সমান ১০। দ্বিতীয়ার্ধেও ম্যাচের আকর্ষণের কোন কমতি ছিল না। তবে একটা সময় পুলিশ ব্যবধান কিছুটা বাড়িয়ে সুবিধাজনক অবস্থায় চলে যায়। আনসার আর ম্যাচে ফিরতে পারেনি।
ম্যাচের সেরা খেলোয়াড় পুলিশের ইসরাত জাহান। টুর্নামেন্টের সেরা রেইডার পুলিশের নবর্শি চাকমা। সেরা ক্যাচার আনসারের স্মৃতি খাতুন। আর সেরা খেলোয়াড় হয়েছেন পুলিশের শ্রাবণী মল্লিক।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সভাপতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম। খেলা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন, সহ-সভাপতি হাফিজুর রহমান খান, সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান ও সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।
অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আজ মঙ্গলবার হাইব্রিড মডেলের ৮ দেশের এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ ১০ মার্চ। ভারত, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ ও নিউজিল্যান্ড আছে গ্রুপ ‘এ’তে। ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান।
ভারত-পাকিস্তানের সঙ্গে লড়তে হবে বাংলাদেশকে। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু।
পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যাবে না এ কারণে হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান ছাড়াও টুর্নামেন্টের ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে। ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি এই শহরেই।
দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার মহারণ হবে ২৩ ফেব্রুয়ারি। এই ম্যাচটি মাঠে গড়াবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। গ্রুপপর্ব চলবে ২ মার্চ অব্দি। এরপর ৪ ও ৫ মার্চ দুটি সেমি-ফাইনাল আর ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচ সূচি
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত দুবাই
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডি
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান রাওয়ালপিন্ডি
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি-
তারিখ |
প্রতিপক্ষ |
ভেন্যু |
১৯ ফেব্রুয়ারি |
পাকিস্তান বনাম নিউজিল্যান্ড |
করাচি |
২০ ফেব্রুয়ারি |
বাংলাদেশ বনাম ভারত |
দুবাই |
২১ ফেব্রুয়ারি |
আফগানিস্তান বনাম দ. আফ্রিকা |
করাচি |
২২ ফেব্রুয়ারি |
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড |
লাহোর |
২৩ ফেব্রুয়ারি |
পাকিস্তান বনাম ভারত |
দুবাই |
২৪ ফেব্রুয়ারি |
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড |
রাওয়ালপিন্ডি |
২৫ ফেব্রুয়ারি |
অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা |
রাওয়ালপিন্ডি |
২৬ ফেব্রুয়ারি |
আফগানিস্তান বনাম ইংল্যান্ড |
লাহোর |
২৭ ফেব্রুয়ারি |
পাকিস্তান বনাম বাংলাদেশ |
রাওয়ালপিন্ডি |
২৮ ফেব্রুয়ারি |
আফগানিস্তান বনাম অস্ট্রেলিয়া |
লাহোর |
১ মার্চ |
দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড |
করাচি |
২ মার্চ |
নিউজিল্যান্ড বনাম ভারত |
দুবাই |
সেমিফাইনাল
তারিখ |
ম্যাচ |
ভেন্যু |
৪ মার্চ |
প্রথম সেমিফাইনাল (রিজার্ভ ডে ৫ মার্চ) |
দুবাই |
৫ মার্চ |
দ্বিতীয় সেমিফাইনাল (রিজার্ভ ডে ৬ মার্চ) |
লাহোর |
ফাইনাল
৯ মার্চ -ভারত উঠলে ভেন্যু দুবাই/লাহোর
১০ মার্চ- ফাইনালের রিজার্ভ ডে