কেমন হলো আফগান দল?

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হাশমতুল্লাহ শাহিদি

হাশমতুল্লাহ শাহিদি

হাশমতুল্লাহ শাহিদিকে অধিনায়ক প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ২০২৩ সালের বিশ্বকাপ এবং গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েছে আফগানরা।

দলে ডাক পেয়েছেন সদ্য চোট থেকে ফেরা টপ-অর্ডার ব্যাটার ইব্রাহিম জাদরান। দলে আরও আছেন স্পিনার এএম ঘাজানফর। চোঠে থাকা আরেক খেলোয়াড় মুজিব উর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। এই স্কোয়াডে আছেন সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজ হওয়া সিদিকুল্লাহ আতাল।

বিজ্ঞাপন

ঘোষিত দলের পারফর্মেন্সের ওপর আত্মবিশ্বাস ব্যক্ত করে এসিবি চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ বলেছেন, ‘আফগানরা গত দুটি আইসিসি ইভেন্টে অসাধারণ পারফর্ম করেছে। তাদের সাফল্য নিঃসন্দেহে তাদের মনোবল বাড়াবে এবং এইবার আরও ভালো ইনিংস উপস্থাপন করতে সাহায্য করবে।’

এসময় তিনি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইউনিস খানকে দলের মেন্টর হিসেবে নিয়োগ করা নিয়ে বলেন, ‘গত দুটি ইভেন্টে মেন্টরদের সহায়তার সাফল্য দেখে আমরা ইউনিস খানের আন্তর্জাতিক অভিজ্ঞতার সুবিধা নিতে পারবো বলে আশা করছি।’

বিজ্ঞাপন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে, ২১ ফেব্রুয়ারি করাচিতে। ২৬ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে। ২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ একই মাঠে।

আফগানিস্তান স্কোয়াড-
হাশমতুল্লাহ শাহিদি (ক্যাপ্টেন), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সিদিকুল্লাহ আতাল, রহমত শাহ, ইকরাম আলিখিল, গোলবাদিন নাইব, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, এএম ঘাজানফর, নূর আহমদ, ফজলহক ফরুকী, ফরিদ মালিক, নাভিদ জাদরান।

রিজার্ভ: দারওয়িশ রাসুলি, নংগিয়াল খারোতি, বিলাল সামি।