২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের সঙ্গে হেরে বিদায় নিয়েছিল বাংলাদেশ। এবারের আসরও বাংলাদেশ শুরু করলো একই ভাবে হারের পুনরাবৃত্তি করেই। ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৬ উইকেটে হেরেছে টাইগাররা। তাওহীদ হৃদয়ের বীরোচিত সেঞ্চুরি ও জাকের আলির সঙ্গে রেকর্ডগড়া জুটিতেও শেষ রক্ষা হলো না। শুবমান গিলের অপরাজিত সেঞ্চুরিতে সহজ জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করল ভারত!
চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২২৮ রানে অল-আউট হয় বাংলাদেশ। লড়াকু এক শতরান করেন তাওহীদ হৃদয়। জবাবে ব্যাট করতে নেমে ৪৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রোহিত শর্মার দল। হৃদয়ের জবাবে সেঞ্চুরি করলেন শুবমান গিল।
২২৯ রানের ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতকে দুর্দান্ত শুরু এনে দেন অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। প্রথম পাওয়ারপ্লের শেষ বলে তাসকিন আহমেদের বলে ৪১ করে আউট হন রোহিত। ভারতের বোর্ডে তখন ৬৯ রান। এরপর বিরাট কোহলি ও গিল দেখেশুনে খেলতে থাকেন। দলীয় ১১২ রানের মাথায় রিশাদ হোসেনের বলে ২২ রান করে ফেরেন কোহলি।
শ্রেয়াস আইয়ারও এদিন রান পাননি। মুস্তাফিজুর রহমানের বলে ১৫ রান করে ফেরেন তিনি। বল হাতে আলো ছড়ানো অক্ষর প্যাটেল ব্যাট হাতে ফিরেছেন মাত্র ৮ রানে। দলীয় ১৪৪ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। তবে উইকেটের একপ্রান্ত আগলে ছিলেন গিল। বাংলাদেশের ম্যাচে ফেরার সুযোগ অবশ্য ছিল বাংলাদেশের। তাসকিন আহমেদের বলে লোকেশ রাহুলের উঠানো সহজ ক্যাচটাও মিস করেছেন জাকের আলী অনিক। আর তাতেই ম্যাচে ফেরার শেষ সুযোগ হারায় টাইগাররা। আর ভারত তুলে নেয় আসরে তাদের প্রথম জয়।
অবশ্য আলাদা করে গিলের কথা বলতেই হবে। দুবাইয়ের উইকেটের সঙ্গে মানিয়ে নিয়ে অসাধারণ এক শতরান তুলেন তিনি। ১২৫ বলে দেখা পান তিন অঙ্কের ম্যাজিক্যাল স্কোরের। এটি তার ক্যারিয়ারের ৮ নম্বর ওয়ানডে শতক। শেষ অব্দি দলকে জিতিয়ে তিনি নটআউট ১২৯ বলে ১০১ রানে। অন্যপ্রান্তে লোকেশ রাহুল অপরাজিত ৪১!
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। টসে জিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত ভুল প্রমাণ করেন ভারতীয় বোলাররা। প্রথম ওভারের শেষ বলে কোনো রান না করে আউট হন সৌম্য সরকার। পরের ওভারে আবারও উইকেট হারায় টাইগাররা। এবার হারসিত রানার বলে ০ রানে সাজঘরে ফেরেন শান্ত। মেহেদী হাসান মিরাজও প্রত্যাশা পূরণে ব্যর্থ এদিন। ৫ রান করে মোহাম্মদ শামির দ্বিতীয় শিকারে পরিণত হন মিরাজ। শুরুটা ভালো করেও বড় রান করতে পারেননি ওপেনার তানজিদ হাসান তামিম। ২৫ রান করে সাজঘরে ফেরেন অক্ষর প্যাটেলের বলে। অভিজ্ঞ মুশফিকুর রহিমও ফিরেছেন তার পরের বলেই।
পাওয়ারপ্লেতে ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকা বাংলাদেশের হাল ধরেছেন জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয়। দুজনে মিলে গড়েছেন ১৫৪ রানের জুটি। যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি। দলীয় ১৮৯ রানে ব্যক্তিগত ৬৮ রান করে ফেরেন জাকের। তবে উইকেটের একপ্রান্ত আগলে ছিলেন হৃদয়। তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। এছাড়া রিশাদ হোসেন করেছেন ১২ বলে ১৮ রান। হৃদয় তুলে নিয়েছেন ১১৪ বলে তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। চোট নিয়েও লড়ে গেছেন তিনি। খেলেছেন দেখার মত এক ইনিংস। ঠিক ১০০ রানেই থামে তার লড়াই।
বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ একাই ধ্বসিয়ে দিয়েছেন শামি। ভারতের দলে থাকা নিয়ে সংশয় ছিল যে শামির, তিনি একাই নিয়েছেন ৫ উইকেট। এদিন ওয়ানডেতে বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই পেসার।
এ হারে এবারের আসর পরাজয় দিয়ে শুরু করলো বাংলাদেশ। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে। টুর্নামেন্টে টিকে থাকতে সে ম্যাচ জয়ের বিকল্প নেই বাংলাদেশের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে হারিয়ে দারুণ শুরু পেয়েছে কিউইরা।
বাংলাদেশকে হারানোর পর ভারতের পরবর্তী প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে এ দুই দল। সে ম্যাচ হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে মোহাম্মদ রিজওয়ানের দল।