আরিফুলের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে যা বললেন কোচ

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আরিফুল হক

আরিফুল হক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ( বিপিএল) শুরুর আগেই সিলেট স্ট্রাইকার্সকে অপেক্ষাকৃত ‍দুর্বল দল বলা হচ্ছিল। পুরো আসরে নিজেদের পারফরম্যান্সে সেটার ছাপ রেখেছে দলটিও। ১২ ম্যাচে জয় মাত্র ২ টি। শেষে টানা ৭ ম্যাচ হারা দলটি টুর্নামেন্ট থেকে ছিটকেও গেছে সবার আগে।

নিজেদের শেষ ৭ ম্যাচের একমাত্র ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচটি ছাড়া কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি দলটি। আসরে নিজেদের শেষ ম্যাচে চিটাগং কিংসের সঙ্গে হেরেছে ৯৬ রানের বিশাল ব্যবধানে। তবে দলের এমন ভরাডুবির মাঝে আলোচনায় এসেছে দলটির অধিনায়ক আরিফুল হকের ফিক্সিংয়ে জড়িত থাকার গুঞ্জন। আরিফুলের বিরুদ্ধে দুটি ঘটনাকে কেন্দ্র করে এ অভিযোগ আনা হয়।

বিজ্ঞাপন

আরিফুলের বিরুদ্ধে ফিক্সিং ইস্যু নিয়ে খুব একটা কথা বলেন নি দলটির কোচ মাহমুদ ইমন। তিনি বলেন,‘তথ্য প্রমাণের ভিত্তিতে কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে। আলাদা ডিপার্টমেন্ট আছে ওরাই এগুলো নিয়ে কাজ করে।’

এছাড়া দলের পারফরম্যান্স নিয়েও হতাশা প্রকাশ করেন ইমন। বলেন,‘যাদের উপর প্রত্যাশা বেশি ছিল তাদের পারফরম্যান্স আপ এন্ড ডাউন ছিল। তাদের পারফরম্যান্সটা পেলে হয়ত ভালো কিছু হতো। এটা আমাদের প্রথম বিপিএল, আমার অভিজ্ঞতা কেমন তা পয়েন্ট টেবিলই বলে দেয়।’

বিজ্ঞাপন

এবারের আসরে সিলেটের অধিনায়ক হিসেবে আরিফুলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। দলটির ১২ ম্যাচে ১১ ইনিংস ব্যাট করে ১৮.১১ গড়ে মাত্র ১৬৩ রান করেছেন আরিফুল। আসরে তার সর্বোচ্চ স্কোর মাত্র ৩৬।