সবাইকে ছাড়িয়ে রোনালদোর ৭০০ জয়

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো

‘গোল মেশিন ‘ খ্যাত রোনালদো মানেই রেকর্ডের ছড়াছড়ি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে তীব্র লড়াই সেটা রোনালদোকে না দেখলে হয়তো বুঝাই যেতো না। সেই ধারাবাহিকতায় ফুটবল ইতিহাসে আরেকটি নতুন রেকর্ডের মালিক হয়েছেন ৩৯ এ পা দেয়া পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

বিজ্ঞাপন

সৌদি প্রো লিগে গতকাল বৃহস্পতিবার আল রায়েদকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে রোনোলদোর ক্লাব আল নাসর। আর এ জয়ের মধ্য দিয়ে ক্লাব ফুটবলে ৭০০ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন রোনালদো। আল নাসরের হয়ে জয়সূচক দ্বিতীয় গোলটি আসে পর্তুগিজ মহাতারকার কাছ থেকে। তাতে সবমিলিয়ে ক্যারিয়ারের ৯২১তম গোলপূর্ণ করলেন তিনি। যেখানে আল নাসরের হয়ে ৯৪ ম্যাচে ৮৫ গোল করেছেন তিনি।

দারুণ এ জয়ের মধ্য দিয়ে ক্লাব ক্যারিয়ারের ৭০০তম ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। যেখানে রোনালদোর আশেপাশে নেই আর কেউ। নিজ দেশের স্পোর্টিং লিসবনের হয়ে ক্লাব ফুটবলে পা রেখেছিলেন রোনালদো। স্বদেশি এই ক্লাবের হয়ে জেতেন ১৩ ম্যাচ। এরপর সময়ের আবর্তনে স্যার আলেক্স ফার্গুসনের হাত ধরে ২০০৯ সালে চলে যান ম্যানচেস্টার ইউনাইটেডে। ইংলিশ ক্লাবটির হয়ে দুই মেয়াদে তিনি জেতেন ২১৪ ম্যাচ। যেটি ক্লাব ক্যারিয়ারের হিসেবে তার দ্বিতীয় সর্বোচ্চ জয়।

বিজ্ঞাপন

তবে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় ক্লাব ক্যারিয়ারের সর্বোচ্চ ৩১৬ জয় পেয়েছেন সিআরসেভেন। ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত ক্লাবটির জার্সিতে চারটি চ্যাম্পিয়নস লিগ, দুই বার লা লিগা জিতেছেন। যেখানে ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮—হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগও জিতেছেন তিনি। আর জুভেন্টাসের হয়ে জিতেছেন ৯১ ম্যাচ।

এরপর ইউরোপ ছেড়ে পাড়ি জমান সৌদি আরবে। সেখানে গিয়ে নিজেকে নতুনভাবে ধরা দেন রোনালদো। সৌদি ক্লাব আল নাসরের হয়ে ৬৬টি ম্যাচে জয়ের দেখা পান তিনি। সেখানে অবশ্য আরো লম্বা সময় ধরে খেলবেন তিনি।