টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ মেয়েরা

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ শনিবার ৫ উইকেটের বড় ব্যবধানে হেরে হোয়াটওয়াশ হয়েছে বাংলাদেশের মেয়েরা। এর আগের দুই ম্যাচেও হার নিয়ে মাঠ ছেড়েছিলো মেয়েরা।

ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে আজ শনিবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৪ রানে থামে বাংলাদেশের মেয়েরা। যেখানে মেয়েদের দলপতি নিগার সুলতানা জোতি দলের হয়ে সবোর্চ্চ ৪৩ বল খেলে ৩৩ রানের ইনিংস খেলেন। উইকেটকিপার ব্যাটার ও ওপেনার দিলারা আক্তার দোলা ১৬ বল খেলে ২১ রান, মুরশিদা খাতুন ১২ বল খেলে ১৩ রান এবং তাজ নেহার ১ বল প্রতি ১০ রান করেন। বোলার জ্যানিলিয়া গ্লাসগো স্বাগতিকদের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান। ৪ ওভারে মাত্র ১৫ রানে তিনটি উইকেট তুলে নেন তিনি।

বিজ্ঞাপন

জবাবে ১০৫ রানের ছোট লক্ষ্য তাড়ায় মাঠে নেমে ৭ রানে ১ উইকেট হারায় স্বাগতিকরা। অফ স্পিনার সুলতানা খাতুন দ্বিতীয় ওভারে উইন্ডিজ ওপেনার নেরিসা ক্র্যাফটন (৫ রান ৪ বল)কে আউট করেন। সেই ধারাবাহিকতায় ১২তম ওভারের মধ্যে ওয়েস্ট উইন্ডিজের অর্ধেক ব্যাটিং লাইনআপ উপড়ে ফেলে জ্যোতিরা। তাতে ১১.২ ওভারে ৫ উইকেটে ৬১ রান করার পর রানের চাকা থেমেছিল স্বাগতিকদের।

তবে শাবিকা গজনাবি ২৫ বলে ২৭ রানের এবং জায়দা জেমস ২২ বল থেকে ১৪ রানর অপরাজিত ইনিংসে ভর করে ৯ বল হাতে রেখে লক্ষ্য পার করতে সক্ষম হয় স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন এবং লেগ স্পিনার ফাহিমা খাতুন প্রত্যেকে দুটি করে উইকেট তুলে নেন।

বিজ্ঞাপন