সান্তোসে ফিরলেন নেইমার
-
-
|

ছবি: সংগৃহীত
অবশেষে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার জুনিয়র। মুলত ইনজুরির ধকল সামলে আসন্ন ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করার জন্য স্বল্পমেয়াদের চুক্তিতে সান্তোসের শিবিরে ভিড়েছেন নেইমার।
সান্তোসের সঙ্গে গতকাল শুক্রবার চুক্তির আনুষ্ঠানিকতা সারেন ৩২ বছর বয়সী নেইমার। আর স্থানীয় গণমাধ্যমের দাবি যে চুক্তিটি চলতি বছরের ৩০ জুন পর্যন্তই থাকবে। তবে নেইমার চাইলে মেয়াদ বাড়াতে পারেন।
চুক্তির বিষয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার বলেন,‘শুধু সান্তোসই আমাকে সেই ভালোবাসা দিতে পারে, যা আমি পরবর্তী কিছু বছরে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হব, তার জন্য প্রস্তুতি নিতে প্রয়োজন। আপনাদের সবাই, আপনি যে দলকেই সমর্থন করুন না কেন, জানেন আমি কী বলতে চাচ্ছি। আশা করি সবাই এই নতুন পর্যায়ে আমাকে আপনারা সমর্থন দিবেন।’
প্রায় ১২ বছর আগে সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নেইমার। তাই ঘরের ছেলেকে আবারো বরণ করে নিতে প্রস্তুত সান্তোস। নিজেদের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলির মাধ্যমে নেইমারের ভিডিওর প্রতিক্রিয়া জানিয়েছে ক্লাবটি। সেখানে লিখে,‘তোমার বাড়ি অপেক্ষা করছে, তোমার মানুষ অপেক্ষা করছে।’
সৌদি আরবের ক্লাব আল-হিলালের সাথে তার চুক্তি বাতিল করার পরেই সান্তোসে ফেরার সিদ্ধান্ত নেন নেইমার। চোটের সঙ্গী নেইমার আল হিলালের হয়ে মাত্র সাতটি ম্যাচ খেলে একটি গোল করেছিলেন।
উল্লেখ্য সান্তোসের হয়ে ২২৫টি ম্যাচ খেলেছেন নেইমার। যেখানে তিনি ক্লাবটির হয়ে ১৩৮টি গোল করেছেন, যার অনেকগুলোই ব্রাজিলের এই বড় ক্লাবের ছয়টি শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ছিল।
২০১৭ সালে বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট-জার্মেইনে (পিএসজি) যোগ দিয়ে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়েেআলোচনায় আসেন নেইমার। তখন তার ট্রান্সফারের মূল্য ছিল ২২২ মিলিয়ন ইউরো বা ২৬২ মিলিয়ন ডলার