এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
-
-
|

ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে দুর্বার রাজশাহীর হয়ে মাঠে নামা এনামুল হক বিজয়ের বিরুদ্ধে। তাতে প্রাথমিকভাবে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছে বিপিএলের দুর্নীতি দমন বিভাগ। গণমাধ্যমকে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উচ্চপদস্থ কর্মকর্তা ।
খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়ায় বিপিএলের শুরু থেকেই বেশ আলোচিত ছিলো দুর্বার রাজশাহী। এরপর এবার ম্যাচ পাতানোর অভিযোগও আসছে দলটির খেলোয়াড়দের বিরুদ্ধে। এনামুল হক বিজয়কে নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখোমুখি হতে হবে তাকে। তবে প্রাথমিকভাবে তার সংশ্লিষ্ঠতা খোঁজে পাওয়ায় দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এ ক্রিকেটারকে।
বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের ইমিগ্রেশন বিভাগকে অনুরোধ জানানো হয়েছে তাকে যেন দেশ ছাড়তে না দেয়া হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ‘এনামুল হকের ব্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেয়া হয়েছে। সে মতে ব্যবস্থা গ্রহণও করা হয়েছে।’
বিপিএলে ম্যাচ পাতানোর গন্ধ পাচ্ছেন এই মর্মে অভিযোগ জানিয়েছিলেন কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকরা। আর তাতে তদন্ত করতে প্রথমেই বের হয়ে এলো এনামুলের নাম। বিপিএলের চলতি আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল। ১২ ম্যাচে ৩৯.২০ গড়ে ৩৯২ রান করেছেন তিনি। যেখানে দুই ফিফটির সঙ্গে আছে একটি সেঞ্চুরিও। তবে তার বিরুদ্ধে পাওয়া অভিযোগ সত্য না হলে দেশত্যাগের নিষেধাজ্ঞা আল থাকবে না বলে জানিয়েছেন বিসিবির ওই কর্মকর্তা।
এদিবে এবারের বিপিএল শুধু বিজয়ই নন, রাজশাহীর একাধিক ক্রিকেটারকে ঘিরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে। এর বাইরে আরও তিন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর নজরদারি করছে দুর্নীতি দমন বিভাগ।