রাজশাহীকে কাঁদিয়ে প্লে-অফে যেতে খুলনার লক্ষ্য ১২৪ রান

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই খুলনা টাইগার্সের। এমন কঠিন সমীকরণ কে সামনে রেখে খেলতে নেমে প্রথম ইনিংসটা নিজেদের করে নিয়েছে মেহেদি হাসান মিরাজের দল। ঢাকা ক্যাপিটালসকে আটকে রেখেছে মাত্র ১২৩ রানে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে আজ টসে জিতে ব্যাটিংয়ে নামে ঢাকা ক্যাপিটালস। ওপেনার তানজিদ হাসানের তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ের পরেও ১২৩ রানের বেশি তুলতে পারেনি ঢাকা। খুলনার বোলারদের দারুণ বোলিংয়ে দুর্বার রাজশাহীকে পেছনে ফেলে প্লে-অফ খেলার দৌড়ে একধাপ এগিয়ে গেল মিরাজের দল। খুলনার লক্ষ্য মাত্র ১২৪ রান।

বিজ্ঞাপন

টসে জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পান ওপেনার তামিম। প্রথম ওভারে তুলে নেন ১৮ রান। তবে্ এদিনও ব্যর্থ লিটন কুমার দাস। তার ব্যাট থেকে আসে মাত্র ১০ রান। একমাত্র তামিম ছাড়া আর সবাই ই ছিলেন আসা যাওয়ার মিছিলে। তামিমের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৫৮ রান। ৯৪ রানে ৭ উইকেট হারানো ঢাকা শেষে সাব্বির রহমানের ২০ ও মেহেদি হাসান রানার ১৩ রানে ভর করে ৯ উইকেটে ১২৩ রানে ইনিংস শেষ করে।  


খুলনার হয়ে হাসান মাহমুদ ও উইলিয়াম বোসিস্টো নিয়েছেন দুটি করে উইকেট।

বিজ্ঞাপন