ভারতের বিরুদ্ধে ১২ জন নিয়ে খেলার অভিযোগ ইংল্যান্ডের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জশ বাটলার

জশ বাটলার

ভারতের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ১৫ রানে হেরেছে ইংল্যান্ড। আর এই হারে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ পরাজয় নিশ্চিত হয়েছে ইংলিশদের। তবে ম্যাচের ফলাফলকে পাশ কাটিয়ে আলোচনায় এসেছে ভারতের করা কনকাশন সাব নিয়ে বিতর্ক।

ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের অভিযোগ যে ভারত ১২ জন খেলোয়াড় নিয়ে খেলেছে। অভিযোগের অবশ্য যথেষ্ট কারণ আছে। আইসিসির নিয়মের তোয়াক্কা না করেই ভারত কনকাশন সাব হিসেবে অলরাউন্ডার শিবম দুবের পরিবর্তে খেলিয়েছে পেসার হর্ষিত রানাকে।

বিজ্ঞাপন


২০১৯ সালে প্রথম কনকাশন সাবের নিয়ম চালু করে আইসিসি। এ নিয়ম অনুযায়ী খেলার মাঝে ইনজুরিতে পরা কোনো খেলোয়াড়ের বদলি হিসেবে এমন খেলোয়াড়কে নিতে হবে যার ভূমিকা ইনজুরিতে পরা খেলোয়াড়ের থেকে পুরোপুরি অভিন্ন। বদলি হিসেবে এমন কোনো খেলোয়াড়কে নামানো যাবে না যার কারণে দল বাড়তি সুবিধা পেতে পারে। এসব হিসাব নিকাশ মিলে গেলেই ম্যাচ রেফারি সেই খেলোয়াড়কে বদলি হিসেবে নামার অনুমোদন দেবে।


তবে নিয়ম যা ই হোক, দুবের বদলে রানার দলে আসা যে ভারতকে বাড়তি সুবিধা দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। ৪ ওভার বল করে ইংলিশদের ৩ উইকেট নিয়েছেন এ পেসার।

বিজ্ঞাপন


ভারতের এই সুবিধা ভোগের কারণে ম্যাচ শেষে বিরক্তি প্রকাশ করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক ও ধারাভাষ্যকার কেভিন পিটারসেন। তিনি বলেন,‘শিবম দুবে ও রানা একই ধরনের খেলোয়াড় নয়। আপনি দুনিয়ার যে কাউকে জিজ্ঞাসা করেন, তারা একই উত্তর দেবে। রানার মতো দুবে জেনুইন পেসার নয়।’
ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেছেন ইংলিশ অধিনায়ক জশ বাটলারও। তিনি বলেন, ‘এটি সঠিক রিপ্লেসমেন্ট ছিল না। আমি যখন ব্যাট করতে নামি, তখন আমার মনে প্রশ্ন জাগে– ‘‘হার্ষিত কার পরিবর্তে খেলছে?’’ তারা বলল যে তাকে কনকাশন রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া হয়েছে, যার সঙ্গে আমি একমত নই।’

আরেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনও এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। এক্সে তিনি লিখেছেন, ‘কীভাবে একজন মূল বোলার একজন ব্যাটসম্যান, যে কিনা পার্টটাইম বোলিং করে, তার বদলি হয়?