রাজশাহীকে কাঁদিয়ে প্লে-অফে খুলনা
-
-
|

মেহেদি হাসান মিরাজ
আগের বেশ কয়েকটি ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে খুলনা টাইগার্সকে। হারের পর খুলনা অধিনায়ক মেহেদি হাসান মিরাজের ছলছল চোখ দেখা গেছে সেসব ম্যাচে। এবার সেই মিরাজই দলকে নিয়ে গেলেন প্লে-অফে। ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে বিপিএলে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করলো খুলনা।
প্লে-অফ খেলতে এ ম্যাচে জয়ের বিকল্প ছিলনা খুলনা টাইগার্সের। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৩ রান করে ঢাকা ক্যাপিটালস। ১২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে অধিনায়ক মিরাজের দুর্দান্ত ইনিংসে ৬ উইকেটে জয় পায় খুলনা। আর এ জয়ে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের পর চতুর্থ দল হিসেবে প্লে-অফে উঠল খুলনা।
১২৪ রানের ছোট লক্ষ্যকে সামনে রেখে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। প্রথম ওভারের শেষ বলে মুস্তাফিজুর রহমানের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন আসরে দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ নাইম শেখ। দলীয় ১৪ রানের মাথায় আফিফ হোসেন আউট হলে চাপে পড়ে যায় খুলনা। তবে প্লে অফে খেলার স্বপ্ন ভেঙে যেতে দেননি মিরাজ। একপ্রান্ত আগলে রেখে খেলেছেন ৫৫ বলে ৭৪ রানের ইনিংস। মিরাজের ইনিংসেই জয় তুলে নেয় খুলনা আর স্বপ্ন ভাঙে দুর্বার রাজশাহীর।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পান ঢাকার ওপেনার তানজিদ হাসান তামিম। প্রথম ওভারে তুলে নেন ১৮ রান। তবে এদিনও ব্যর্থ লিটন কুমার দাস। তার ব্যাট থেকে আসে মাত্র ১০ রান। একমাত্র তামিম ছাড়া আর সবাই ই ছিলেন আসা যাওয়ার মিছিলে। তামিমের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৫৮ রান। ৯৪ রানে ৭ উইকেট হারানো ঢাকা শেষে সাব্বির রহমানের ২০ ও মেহেদি হাসান রানার ১৩ রানে ভর করে ৯ উইকেটে ১২৩ রানে ইনিংস শেষ করে।
এ ম্যাচে ঢাকার হারানোর ছিলনা কিছুই। তবে ঢাকার হারে তাসকিন আহমেদের দল রাজশাহী হারাল প্লে-অফে খেলার সুযোগ। ১২ ম্যাচে রাজশাহী ও খুলনা দুই দলেরই পয়েন্ট ১২। নেট রান রেটে এগিয়ে থেকে রাজশাহীকে পিছলে ফেলে প্লে-অফ নিশ্চিত করলো মিরাজের দল