ম্যাচ পাতানোর অভিযোগ উড়িয়ে দিলেন এনামুল

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর অভিযোগে দেশত্যাগে নিষেধাজ্ঞায় পড়েছেন দুর্বার রাজশাহীর সাবেক অধিনায়ক এনামুল হক বিজয়। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ফারুক আহমেদও বেশ কঠিন হুশিয়ারি উচ্চারণ করেছে ম্যাচ পাতানো নিয়ে। তারই প্রেক্ষিতে গণমাধ্যমে কথা বলেছেন এনামুল হক বিজয়।

বিজ্ঞাপন

বিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগে দেশত্যাগে নিষেধাজ্ঞা সম্পর্কে কিছু জানেন না উল্লেখ করে তিনি বলেন, ‘আসলে কি বলবো, আমি এটা (দেশত্যাগে নিষেধাজ্ঞা) জানি না পুরোপুরি। নিউজটা দেখছি শুধু। ম্যাচ পাতানো ইস্যুতে নিজের নাম আসা নিয়ে তার দাবি,‘ বিসিবি এই বিষয়টা দেখছে, তারাই আমাদের (দেশের ক্রিকেটের) অভিভাবক। এখন কেউ না জেনে,না শুনে হুট করে একটা কথা বলে ফেলছে, খুবই কষ্টদায়ক আসলে। হ্যাঁ , বিসিবিকে জানিয়েছি আর বিসিবি আসলে কোনদিন কাউকে জানায়নি। উনারা কোথা থেকে নিউজগুলো পেয়েছে, বিসিবিও অবাক হয়েছে আসলে।'

ক্রীড়ভিত্তিক ভারতীয় ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে বিপিএলে ম্যচ পাতানোর বিষয়ে কঠিন হুশিয়ারি উচ্চারণ করেছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ। তিনি বলেন, ‘ যদি সেরকম কিছু পাই, তাদের জীবন কঠিন করে তুলব, আমি কারও অপরাধের ছাড় দেবো না। সিদ্ধান্ত একটাই আসবে এবং সেটি সবার জন্যই প্রযোজ্য হবে। সেটি হবে দৃষ্টান্তমূলক।’

বিজ্ঞাপন

বিপিএলে এবারের আসরে বেশকটি দলের মালিকরা ম্যাচ পাতানোর অভিযোগ তুলেছেন। সেই অভিযোগকে আমলে নিয়ে জোরেশোরে তদন্তে নেমেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। চলতি আসরের মোট ৮টি ম্যাচ পাতানো হয়েছে বলে তথ্য পেয়েছে বিসিবি।