বিপিএলে পাতানো ম্যাচ নিয়ে জুলকারনাইন সামির নতুন তথ্য
-
-
|

ছবি: সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে ম্যাচ পাতানোর অভিযোগ নিয়ে বেশ চর্চা হচ্ছে দেশের ক্রিকেটাঙ্গনে। এরই মধ্যে বিপিএলে ম্যাচ পাতানো নিয়ে নতুন তথ্য দিলেন কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি।
বিপিএলে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আপত্তি জানিয়েছিলেন- এবারের আসরে ম্যাচ পাতানোর গন্ধ পাচ্ছেন তারা। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন সামি।
আলোচিত এই অনুসন্ধানী সাংবাদিক তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘বিপিএলের ২২% ম্যাচ পাতানো বা ফিক্সড বলে চিহ্নিত করেছে আন্তর্জাতিক বেটিং নজরদারি একটি সংস্থা যা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে (বিসিবি) ইতোমধ্যেই জানানো হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ৮টি ম্যাচকে বেটিং -এর জন্যে পাতানো বলে তারা বিসিবিকে জানিয়েছে।’
পাতানো ওই আট ম্যাচের তালিকাও দিয়েছেন তিনি। তাতে পাতানো ম্যাচগুলো হলো হলো, ‘দুর্বার রাজশাহী বনাম ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালস, ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকার্স, দুর্বার রাজশাহী বনাম ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল বনাম খুলনা টাইগার্স, ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকার্স ও দুর্বার রাজশাহী বনাম রংপুর রাইডার্সের ম্যাচ।
যে ক্রিকেটার এবার সহ আগের বিপিএলগুলোতে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত ছিলো বলে দাবি করা হয়েছে, তাদের তালিকাও দিয়েছেন সামি। সেই ক্রিকেটাররা হলেন- দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয় এবং সিলেট স্ট্রাইকার্স এর আল আমিন হোসাইন। পাশাপাশি আগের আসর গুলোতে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িতদের নাম উল্লেখ করেছেন সামি। যেখানে আছেন বাংলাদেশের আরিফুল হক, ইংল্যান্ডের বেনি হায়েল, ওমানের বিলাল খান, ওয়েস্ট ইন্ডিজের চাডওয়িক ওয়ালটন, শ্রীলঙ্কার চতুরঙ্গা ডি সিলভা, দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম, শ্রীলঙ্কার ধানুশকা গুনাতিলাকা, আফগানিস্তানের দারবিশ রসুলি ও বাংলাদেশের দেলওয়ার হোসেনের নাম।