শ্রীলঙ্কাকে উড়িয়ে রেকর্ড গড়া জয় অস্ট্রেলিয়ার
-
-
|

ছবি: সংগৃহীত
ঘরের মাঠে নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পড়লো শ্রীলঙ্কা। গল টেস্টে চতুর্থ দিনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ব্যবধানে হেরে বসলো লঙ্কানরা। তবে হারটা হতে পারতো আরও আগেই। কেবলমাত্র বৃষ্টির কারণে ম্যাচটা গড়িয়েছে এতদূর।
টসে জিতে প্রথম ইনিংসে উসমান খাজার প্রথম ডাবল সেঞ্চুরিতে ৬ উইকেটে ৬৫৪ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৬৫ রানেই অলআউট হয়ে ফলো-অনে পড়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসেও সেই একই ব্যাটিং ব্যর্থতা। অস্ট্রেলিয়ার স্পিন ঘূর্ণিতে ২য় ইনিংসে ২৪৭ রানেই থামে লঙ্কানরা। আর তাতেই ইনিংস ব্যবধান ও ২৪২ রানে জয় পায় সফরকারীরা।
টেস্ট ইতিহাসে এটি অস্ট্রেলিয়ার চতুর্থ বৃহত্তম জয় এবং শ্রীলঙ্কার বিপক্ষে সবথেকে বড় জয়। আগেরটি ছিল ২০১২ সালে মেলবোর্নে, ইনিংস ও ২০১ রানে। অন্যদিকে টেস্টে ইনিংসের ব্যবধানে এটি শ্রীলঙ্কার সবচেয়ে বড় হার।
সফরে আসার আগে উপমহাদেশের কন্ডিশন নিয়ে অনেক কথা বলেছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। শ্রীলঙ্কান স্পিনারদের মোকাবেলা করার পরিকল্পনার কথাও জানান তিনি। সেদিক দিয়ে সফল অজিরা বলতেই হবে। তবে ধরা খেয়েছে স্বাগতিকরা নিজেরাই। প্রায় ২ বছর পর টেস্ট দলে ফিরে অস্ট্রেলিয়ার স্পিনার ম্যাথু কুনেম্যান দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৯ উইকেট।
নিজেদের প্রথম ইনিংসটাই মূলত অস্ট্রেলিয়ার জয়ের ভিত্তি গড়ে দেয়। যেখানে নেতৃত্ব দিয়েছেন উসমান খাজা,অধিনায়ক স্টিভেন স্মিথ ও জশ ইংলিশ। উসমান পেয়েছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। স্মিথ ও ইংলিশও পেয়েছেন সেঞ্চুরির দেখা। আর তাতেই ৬৫৪ রানের পাহাড় সমান পুঁজি পায় অজিরা।
এত বড় রানের চাপ নিতে পারেনি স্বাগতিকরা। ডিনেশ চান্ডিমালের ৭২ রানের ইনিংস ছাড়া প্রথম ইনিংসে আর কেউই পাননি রানের দেখা। স্পিনার কুনেম্যান নিয়েছেন ৫ উইকেট। আর তাতেই মাত্র ১৬৫ রানে অল আউট হয়ে ফলো অনে পড়ে লঙ্কান।
দ্বিতীয় ইনিংসেও নিজেদের ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি লঙ্কান ব্যাটাররা। কুনেম্যান ও নাথান লায়নের ঘূর্ণিতে ২৪৭ রানেই থামে স্বাগতিকদের ইনিংস। আর তাতেই নিজেদের টেস্ট ইতিহাসের সবথেকে বড় হার দেখলো লঙ্কানরা।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৬৭৪/৬(খাজা ২৩২, স্মিথ ১৪১, ইংলিশ ১০২; জয়াসুরিয়া ৩/১০৩,
শ্রীলঙ্কা: ১৬৫ ও ২৪৭(, ভ্যান্ডারসে ৫৩ ম্যাথুস ৪১; কুনেম্যান ৪/৮৬, লায়ন ৪/৭৮)
ফল: অস্ট্রেলিয়া ইনিংস ও ২৪২ রানে জয়ী