বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা, বাড়ল টিকিট মূল্য
-
-
|

ছবি: সংগৃহীত
একসময় ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে উপমহাদেশের মানুষের মাঝে দেখা যেত বাড়তি উত্তেজনা। উপমহাদেশ থেকে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশও এখন নিজেদের জায়গা করে নিয়েছে। তাই বাংলাদেশ-ভারত কিংবা বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে সমর্থকদেরও উত্তেজনার কমতি থাকেনা।
এবার সেটার প্রমান মিললো চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২৭ ফেব্রুয়ারী রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। সেই ম্যাচকে কেন্দ্র করে মোট টিকিটের ৩০% অনলাইনে ছেড়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু ঘন্টাখানেকের মাঝেই দর্শকদের বিপুল আগ্রহে শেষ হয়ে যায় সেই টিকিট।
এ সুযোগকে কাজে লাগাতে ভুল করেনি পিসিবিও। বাড়তি চাহিদার সুযোগ নিয়ে বাকি ৭০% টিকিটের দাম ১০% বাড়ানো হবে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ। আগামী ৩ ফেব্রুয়ারী থেকে শুরু হবে বাকি ৭০% টিকিট বিক্রির কার্যক্রম।
বেশ কিছু ম্যাচের টিকিটের ৩০% আগাম অনলাইনে ছাড়া হলেও কেবলমাত্র তিনটি ম্যাচের টিকিটই বিক্রি হয়েছে পুরোটা। এর মাঝে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ ছাড়াও আছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যেকার আসরের উদ্বোধনী ম্যাচও। এছাড়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচের সবগুলো অনলাইন টিকিটও বিক্রি হয়েছে।
এমনকি গ্রুপ পর্বের ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে বেশি টিকিট মূল্য ধরা হয়েছে পাকিস্তান-বাংলাদেশ ও পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের।
১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। আয়োজক দেশ পাকিস্তান হলেও ভারতের আপত্তিতে এবারের আসর হবে হাইব্রিড মডেলে। যেখানে ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারী নিজেদের প্রথম ম্যাচে সেখানে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ।
শেষ ১০ বারের দেখায় পাকিস্তানের ৬ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে ৪ টি।