সাবিনাদের বিকল্পও ভেবে ফেলেছেন বাটলার!
-
-
|

পিটার বাটলার
বাংলাদেশ নারী জাতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে কোচ পিটার বাটলারের দ্বন্দ্ব তুঙ্গে। বাটলার কোচ হিসেবে থাকলে সিনিয়র খেলোয়াড়রা একযোগে পদত্যাগ করবেন বলেও ঘোষণা করেছিলেন ফুটবলাররা। তবে তাদের এমন কঠিন সিদ্ধান্ত নিয়ে একদমই বিচলিত নন পিটার। তাদের নিয়ে দেখাননি ন্যূনতম আগ্রহ।
নতুন মেয়াদে চুক্তি নবায়নের পর খেলোয়াড়দের সঙ্গে মিটিং কিংবা জিম সেশনেও আসেননি সাবিনা খাতুন সহ আরও সিনিয়র ফুটবলাররা। আজও অনুশীলনে হাজির হয়েছিলেন মাত্র ১৩ জন খেলোয়াড়।
বাটলারকে বয়কট ও খেলোয়াড়দের অনুপস্থিতি নিয়ে জানতে চাইলে বাটলার বলেন,‘এ বিষয়ে আমার ধারণা নেই। আমার কোনো আগ্রহও নেই।যেসব খেলোয়াড় পেয়েছি, তাদের নিয়ে কাজ করছি। কাজ চলমান থাকবে।’
মাত্র ১৩ জন খেলোয়াড়কে নিয়ে অনুশীলন চালিয়ে যাওয়া কীভাবে সম্ভব জানতে চাইলে বাটলার বলেন,‘ সামনের অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়েরা যোগ দেবে এবং তারা দেশকে সেবা দিতে প্রস্তুত থাকবে।’
খেলোয়াড়দের তাদের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য সকল প্রকার চেষ্টা করে যাচ্ছে বাফুফে। পাশাপাশি বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তারও চেষ্টার ত্রুটি রাখছেন না। এ বিষয়ে মাহফুজা বলেন,‘মেয়েদের ফেরাতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা অবশ্যই চাই মেয়েরা ক্যাম্পে থাকবে, ট্রেনিং করবে এবং খেলতে যাবে। আমাদের পক্ষ থেকে যতটা বোঝানো দরকার তার কোনো কমতি রাখবো না আমরা।’