পারিশ্রমিক বিতর্ক: আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ক্রীড়া উপদেষ্টার

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ আরও প্রবল হয়ে উঠেছে। আগেও কিছু ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে সময়মতো পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ উঠেছিল, তবে এবার পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে উঠেছে যে বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বয়কটের মতো কঠোর সিদ্ধান্তও নিয়েছেন।

এই ইস্যুতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। শনিবার সন্ধ্যায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিষয়টি নিয়ে আলোচনার জন্য আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন এবং পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক পরিশোধের ব্যাপারে কড়া বার্তা দেন।

বিজ্ঞাপন

ক্রীড়া উপদেষ্টা বলেন, বিশেষ করে দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে পারিশ্রমিক ইস্যুতে আলোচনা হয়েছে। তিনি বলেন, ‘আমরা আজকে রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন। পরবর্তীতে যদি না করেন তাহলে কথা বলার সুযোগ থাকবে না। আমরা আইনি ব্যবস্থা নেব।’

বিপিএলের মতো দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে এ ধরনের অর্থনৈতিক অনিয়ম ক্রিকেটারদের মনোবলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিসিবি ইতোমধ্যে এই সমস্যা সমাধানে সক্রিয় হয়েছে এবং ফ্র্যাঞ্চাইজিগুলোকে চুক্তি মোতাবেক খেলোয়াড়দের পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া পরিশোধ করা না হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ক্রীড়া মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

এছাড়া বিপিএলে ম্যাচ ফিক্সিং গুঞ্জন নিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, তিনি বলেন, ‘এনএসসি থেকে একটা সত্য অনুসন্ধান কমিটি করে দেওয়া হয়েছে। এবং ফিক্সিংয়ের যে অভিযোগটা এসেছে সেটার ভিত্তিতে বিসিবি একটি স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার অনুসন্ধান করার জন্য। এবং সরকারের পক্ষ থেকে যা সহযোগিতা করা যায় আমরা বিসিবিকে করব। যত দ্রুত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো ঘটেছে সেগুলোর অ্যাড্রেস করছি।’