ভিলিয়ার্সকে অনুসরণ করেন বলে জানালেন শামিম

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শামিম হোসেন পাটোয়ারী।

শামিম হোসেন পাটোয়ারী।

জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন মূলত ফিনিশার হিসেবে। তবে খুব একটা ভালো করতে পারছিলেন না। তাই স্বাভাবিকভাবেই এক বছরেরও বেশি সময় দলের বাইরে ছিলেন শামিম হোসেন পাটোয়ারী।

তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার দুর্দান্ত পারফরম্যান্সে নিজেকে নতুন করে চিনিয়েছেন শামিম। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল)এ আছেন দারুণ ফর্মে। তার দল চিটাগং কিংস জায়গা করে নিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে।

বিজ্ঞাপন

গতকাল বিপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফরচুন বরিশালকে ২৪ রানে হারিয়েছে চিটাগং। ম্যাচে ব্যাট হাতে বিধ্বংসী ভূমিকা পালন করেন শামিম। ৩ ছক্কা ও ৩ চারে মাত্র ১২ বলে খেলেন ৩০ রানের ইনিংস।

কেবলমাত্র এই ম্যাচ দিয়েই শামিমকে বিচার করলে ভুল হবে। এবারের বিপিএলের পুরো আসর জুড়েই ছড়িয়েছেন আলো। কিংসের হয়ে ১২ ম্যাচে করেছেন ২৬৬ রান, স্ট্রাইক রেট ১৬১.২১। পরিসংখ্যানই বলে দেয় শামিম নিজের কাজটা ঠিকঠাক করতে পেরেছেন।

বিজ্ঞাপন

তবে শামিমকে আলাদা করে দেখা হয় অন্য কারণে। উইকেটের চারপাশে তার ব্যাট চালানোর সক্ষমতা মনে করিয়ে দেয় ‘মিস্টার ৩৬০’–খ্যাত দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্সের কথা।

নিজের উপর ভিলিয়ার্সের কোনো প্রভাব আছে কিনা জানতে চাইলে শামিম বলেন,‘এবি ডি ভিলিয়ার্স বলতে আমি ওর ব্যাটিংটা একটু ফলো করি বেশি। আমার অনেক ভালো লাগে স্পেশালি।’

বদলে যাওয়া শামিমের পরিবর্তনের রহস্য জানতে চাইলে তিনি বলেন,‘পরিবর্তন বলতে তেমন কিছুই না। জাস্ট হেড পজিশন আর এলবোটা ঠিক করেছি,’

এবারের আসরে দারুণ ফর্মে আছে শামিমের দল চিটাগং। ১২ ম্যাচে ৮ জয় নিয়ে প্লে–অফে পৌঁছেছে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে। আগামী সোমবার প্রথম কোয়ালিফায়ারে চিটাগংয়ের প্রতিপক্ষ ফরচুন বরিশাল।