সব মিলিয়ে বিরাট কোহলির অপেক্ষা যেন বেড়েই চলছিল। সেঞ্চুরির দেখা মিলছিল না। অবশেষে পার্থের অপটাস স্টেডিয়ামে সে অপেক্ষার প্রহর শেষ হলো তার। ১৫টি টেস্ট ইনিংস, সব মিলিয়ে ২৬ ইনিংস পর পেলেন তিন অঙ্কের দেখা।
এই সেঞ্চুরিটা যখন তিনি করলেন, সঙ্গে সঙ্গে ক্যামেরা নিয়ে তাক করল গ্যালারিতে থাকা তার স্ত্রী আনুশকা শর্মার দিকে। মাইলফলক ছুঁয়ে কোহলি সঙ্গে সঙ্গে ভালোবাসা নিবেদন করেন তাকে।
আনুশকা অবশ্য পুরো সফরজুড়েই আছেন কোহলির পাশে। ম্যাচের দিন তো ছিলেন অবশ্যই। তার এই সেঞ্চুরির মুহূর্তটাও তাই মিস করেননি তিনি।
ইনিংস শেষে বিরতিতে অ্যাডাম গিলক্রিস্টের মুখোমুখি হয়েছিলেন কোহলি। সেখানেও আনুশকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন।
বললেন, ‘আনুশকা আমার ভালো খারাপ সব সময়ে পাশে ছিল। পর্দার পেছনে কী হচ্ছে, খারাপ খেললে আপনার ভাবনায় কী চলে, থিতু হওয়ার পর ভুল করে বসলে কেমন লাগে, তার সবকিছু সে জানে।’
এরপর তিনি জানালেন, দলের প্রয়োজনে পাশে দাঁড়াতে পেরেই আনন্দিত তিনি। কোহলি আজ উইকেটে আসার কিছুক্ষণ পরেই একটা ধস নামতে দেখেন ভারত ইনিংসে। ১৭ বলের এদিক ওদিকে ভারত খোয়ায় ৩ উইকেট।
সে ধসটা তিনি সামাল দেন সাতে নামা ওয়াশিংটন সুন্দরকে সঙ্গে নিয়ে। তিনি ষষ্ঠ উইকেটে যোগ করেন ৮৯ রান। এরপর নিতিশ কুমার রেড্ডিকে সঙ্গে করে ইনিংসের শেষ পর্যন্ত দলকে এগিয়ে নিয়ে গেছেন।
দলের প্রয়োজনে আসতে পারার তৃপ্তিই ঝরে পড়ল তার কণ্ঠে, ‘আমি স্রেফ দলের জন্য অবদান রাখতে চেয়েছিলাম, স্রেফ খেলার জন্য খেলতে চাইনি। দলের জন্য পারফর্ম করলে গর্ব হয়, অনুভূতিটা দারুণ।’ এরপরই জানালেন, পুরো বিষয়টা আরও বেশি বিশেষ হয়ে গেছে আনুশকার উপস্থিতিতে।