ধোনির অবসরের খবর সত্য নয়, গুজব- সাক্ষী
চারদিকে ছড়িয়ে পড়েছিল গুঞ্জনটা। ক্রিকেট থেকে অবসরে চলে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। এও শোনা যায় অবসর ঘোষণার জন্য সংবাদ সম্মেলন ডেকেছেন ভারতের সাবেক এ অধিনায়ক।
কিন্তু না বাস্তবে তেমন কিছুই হয়নি। পুরো খবরটাই ভুয়া। খবরটা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ধোনির স্ত্রী সাক্ষী। ছোট্ট এক টুইট বার্তায় তিনি শুধু জানিয়েছেন, ‘একেই বলে গুজব’।
সাক্ষীর আগে ধোনির অবসরের খবর উড়িয়ে দেন ভারতের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ।
ধোনির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাট কোহলি পোস্ট করলে তার অবসরের গুঞ্জন পাখা মেলতে থাকে। টুইটারে ছবির ক্যাপশনে কোহলি শুধু লিখে দেন, ‘ম্যাচটি কখনো ভুলব না। বিশেষ এক রাত। এই মানুষটি ফিটনেস টেস্টের মতো আমাকে দৌড়াতে বাধ্য করেছেন।’ এতেই গুঞ্জন মাথাচাড়া দিয়ে উঠে।
ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন অনারারি লেফটেট্যান্ট কর্নেল ধোনি। সেনাবাহিনীতে নিজের রেজিমেন্টের হয়ে কাশ্মীর উপত্যকায় দায়িত্ব পালন করেন।
সদ্য শেষ হওয়া ওয়েস্ট সফরে যাননি ধোনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন হোম সিরিজেও খেলছেন না তিনি।