ভার্জিল-মেসি-রোনালদো কে হচ্ছেন আজ ফিফার সেরা?



স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
ফিফার সেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে ভার্জিল-মেসি-রোনালদো, ছবি: সংগৃহীত

ফিফার সেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে ভার্জিল-মেসি-রোনালদো, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফিফার বর্ষসেরা ফুটবলার কে হতে যাচ্ছেন? উয়েফার বর্ষসেরা অ্যাওয়ার্ডের মতো ভার্জিল ফন ডাইক কী এবার ফিফার বেস্ট অ্যাওয়ার্ডটাও ছিনিয়ে নেবেন? নাকি লিওনেল মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে কেউ তাদের হারানো রাজ্যত্ব ফিরে পাবেন? আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় জানা যাবে উত্তরটা।

ফিফা বর্ষসেরা প্লেয়ার অ্যাওয়ার্ডের তিন জনের সংক্ষিপ্ত তালিকায় লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিলের সঙ্গে আছেন লিওনেল মেসি (বার্সেলোনা/আর্জেন্টিনা) ও ক্রিশ্চিয়ানো রোনালদো (জুভেন্টাস/পর্তুগাল)।

এ ট্রফি জয়ের লড়াই এখন ভার্জিল-মেসি-রোনালদোর মধ্যে, ছবি: সংগৃহীত

গত বছর মেসি-রোনালদোকে হতাশ করে উয়েফার বর্ষসেরা অ্যাওয়ার্ডের সঙ্গে ফিফার সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়ে ছিলেন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মডরিচ। এবার নেদারল্যান্ডসের ভার্জিল ইতোমধ্যে উয়েফা অ্যাওয়ার্ডে হারিয়ে দিয়েছেন দুই ফুটবল মহাতারকাকে। তাহলে ফিফা অ্যাওয়ার্ডটাও কী এই ডাচ সেন্টার-ব্যাকই জিতবেন? মডরিচের মতো সঙ্গে ব্যালন ডি’অরও কী জিতবেন? উত্তর জানতে অপেক্ষায় থাকতে হবে ফুটবল প্রেমীদের।

পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি/স্পেন), জুর্গেন ক্লপ (লিভারপুল/জার্মানি) ও মাউরিসিও পোচেত্তিনো (টটেনহ্যাম/আর্জেন্টিনা) রয়েছেন সেরা তিন কোচের সংক্ষিপ্ত তালিকায়।

মেয়েদের ক্যাটাগরিতে তিন জনের তালিকায় আছেন ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ (অলিম্পিক লিঁও/ইংল্যান্ড), অ্যালেক্স মরগান (অরল্যান্ডো প্রাইড/যুক্তরাষ্ট্র) ও মেগান র‌্যাপিনো (রেইন এফসি/যুক্তরাষ্ট্র)।

সেরা পুরুষ গোলরক্ষকের পুরস্কার জয়ের দৌড়ে রয়েছেন অ্যালিসন বেকার (ব্রাজিল/লিভারপুল), এডারসন (ব্রাজিল/ম্যানচেস্টার সিটি) ও মার্ক-আন্দ্রে টার স্টেগেন (জার্মানি/বার্সেলোনা)।

সেরা গোলের অ্যাওয়ার্ড পুসকাস জেতার লড়াইয়ে লিওনেল মেসির প্রতিপক্ষ হোয়ান কুইনতেরো (কলম্বিয়া) ও ড্যানিয়েল জসোরি (হাঙ্গেরি)।

ইতালির মিলানে হবে বেস্ট ফিফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জমকালো অনুষ্ঠান।

 

   

ব্যাটিং রূপকথার রাতে পাঞ্জাবের ইতিহাসগড়া জয়



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার কীর্তি গড়ে কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস। কলকাতার দেয়া ২৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল এবং ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে তারা।

বিস্তারিত আসছে...

;

ব্রাজিলের রেকর্ড গোলদাতা মার্তার অবসরের ঘোষণা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ব্রাজিলের জার্সিতে তার চেয়ে বেশি গোল নেই কারও। জাতীয় দলের জার্সিতে গোল করার দিক দিয়ে যেন পেলে-নেইমাররাও তার কাছে নস্যি! পুরুষ এবং নারী ফুটবল মিলিয়ে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১১৫ গোলের মালিক মার্তা অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি বছরেই আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের ইতি টানবেন এই কিংবদন্তিতুল্য নারী ফুটবলার।

সিএনএন ব্রাজিলের সঙ্গে এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি জানিয়েছেন মার্তা। আগামী ২৮ এপ্রিল (রবিবার) তার সম্পূর্ণ সাক্ষাৎকারটি প্রচার করবে সিএনএন ব্রাজিল।

ব্রাজিলের হয়ে ছয় বিশ্বকাপ খেলা মার্তাকে আসছে প্যারিস অলিম্পিকে দেখা যেতে পারে। অবসরের বছরে ষষ্ঠবারের মতো অলিম্পিকে খেলার সম্ভাবনার কথা জানিয়ে মার্তা বলেন, ‘যদি অলিম্পিকে যেতে পারি, তাহলে প্রতিটা মুহূর্ত উপভোগ করব। তবে অলিম্পিকে যাই আর না যাই, জাতীয় দলের সঙ্গে এটাই আমার শেষ বছর। ২০২৫ সাল থেকে ব্রাজিলের জাতীয় দলে মার্তাকে আর দেখা যাবে না।’

নারী ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত চরিত্রদের অন্যতম মার্তা। ব্রাজিলকে তিনবার কোপা আমেরিকা জিতিয়েছেন, দুইবার এনে দিয়েছে অলিম্পিকের রৌপ্যপদক। ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের খেতাব রেকর্ড ছয়বার জিতেছেন, ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত এই পুরস্কার টানা পাঁচবার তার হাতে উঠেছে।

২০১৯ সালে প্রথম ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন মার্তা। এছাড়া এক বিশ্বকাপে ১৭ গোলের অনন্য রেকর্ডও তার নামের পাশে শোভা পাচ্ছে। পুরুষ এবং নারী ফুটবল মিলিয়ে এই দুটি কীর্তিও মার্তা ছাড়া আর কারও নেই।

;

ব্রাজিলিয়ানের গোলে আবাহনীর কষ্টার্জিত জয়



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রিমিয়ার লিগের চলতি আসরে প্রথমার্ধেই শেখ রাসেলকে হেসেখেলে ৩-১ গোলে হারিয়েছিল আবাহনী। তবে দ্বিতীয় দেখায় রাসেলকে রুখে দিতে কিছুটা বেগ পেতে হয়েছে তাদের। তবে ব্রাজিলিয়ান ব্রুনো রোচার একমাত্র গোলে শেষ পর্যন্ত পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে আকাশি-হলুদরা।

 বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রচণ্ড গরম আর সঙ্গে শেখ রাসেলের প্রতিরোধের সামনে শুরুতে কিছুটা খাবি খেতে হয় আবাহনীকে। প্রথমার্ধে বলার মতো একটা সুযোগই এসেছিল তাদের সামনে। বক্সের বাইরে থেকে ব্রুনোর বাঁকানো ফ্রি-কিক ঠেকিয়ে আবাহনীকে হতাশ করেন রাসেলের গোলকিপার মিতুল মারমা।

তবে দ্বিতীয়ার্ধের মাঝপথে এক আক্রমণ থেকে পরম আরাধ্য গোলটি পেয়ে যায় আবাহনী। ৭৪ মিনিটে বদলি মিডফিল্ডার রবিউল হাসানের ক্রসে ব্রুনোর হেড ক্রসবারে লেগে প্রতিহত হয়, তবে ফিরতি শটে বল জালে জড়াতে কোনো ভুল হয়নি এই ব্রাজিলিয়ানের। শেষ পর্যন্ত এই গোল দিয়েই তিন পয়েন্ট বুঝে নিয়েছে আন্দ্রেস ক্রুসিয়ানির শিষ্যরা।

এই জয়ে ১৩ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট পেয়ে তিনেই থাকল আবাহনী। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে তারা। অন্যদিকে ১৩ ম্যাচে ১১ পয়েন্ট পাওয়া শেখ রাসেলের অবস্থান টেবিলের ১০ নম্বরে।

;

কোপার আগে ফার্নান্দেজকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কোপা আমেরিকার আগে কিছুটা দুশ্চিন্তায় পড়তে হচ্ছে আর্জেন্টিনাকে। দলটির তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের যে চোটে পড়ে মৌসুম শেষ হয়ে গেছে। আজ (২৬ এপ্রিল) কুঁচকির চোটে অস্ত্রোপচার হয়েছে তার। অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব চেলসি।

এনজোর চোট নিয়ে দেয়া এক বিবৃতিতে চেলসি জানায়, ‘এনজোর অস্ত্রোপচার সফল হয়েছে। এখন তার পুনর্বাসন কার্যক্রম শুরু হবে।’

এক টুইটে সফল অস্ত্রোপচারের কথা জানিয়েছেন এনজো নিজেও , ‘আমার সফল অস্ত্রোপচার হয়েছে। গত ছয় মাস ধরে এই ব্যথা বয়ে বেড়াচ্ছিলাম। তাই অস্ত্রোপচারের দরকার ছিল।’

কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন এনজো, সে ব্যাপারে চেলসি এখনো কিছু জানায়নি। আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকার পরবর্তী আসর। একটা কথা নিশ্চিত করে বলে দেয়া যায়, সে টুর্নামেন্টকে পাখির চোখ করেই এখন ফিট হয়ে ওঠার মিশনে নামছেন এনজো।

;