শেখ হাসিনা ইডেন টেস্ট দেখতে আসছেন: সৌরভ

  • স্পেশাল করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌরভ গাঙ্গুলি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌরভ গাঙ্গুলি

১১ দফা দাবিতে উত্তাল বাংলাদেশ ক্রিকেটাঙ্গন। দেশের শীর্ষ পর্যায়ে খেলা ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) সাফ জানিয়ে দিয়েছেন- দাবি পূরণের নিশ্চয়তা না পেলে জাতীয় দল ও প্রথম শ্রেণির সব ক্রিকেটাররা কোনো ধরনের ক্রিকেটে অংশ নেবেন না। এ কারণেই কিছুটা হুমকির মুখে আছে বাংলাদেশের ভারত সফর।

তবে সিরিজ সফলভাবে আয়োজন করতে জোর প্রস্তুতি শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই)। বিশেষ করে ইডেন গার্ডেন সেজে প্রস্তুত। ২২ নভেম্বর কলকাতার এই মাঠে সিরিজের দ্বিতীয় ও টেস্ট খেলতে মাঠে নামবে ভারত-বাংলাদেশ।

তার আগে কলকাতার গণমাধ্যমের খবর টেস্ট ম্যাচটি দেখতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এরমধ্যে গত সোমবার বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়ে রাখলেন, ‘শেখ হাসিনা ইডেন টেস্ট দেখতে আসছেন।’ টেস্ট শুরুর একদিন আগেই নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী কলকাতায় পা রাখবেন। যদিও এ নিয়ে প্রধানমন্ত্রীর অফিস থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সৌরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম কোনো দল হিসেবে সফরে যাচ্ছে টাইগাররা। এ কারণেই শুরুতে বাজিমাত করতে চমক রাখতে চাইছেন তিনি। বিশেষ করে নিজের শহর কলকাতায় শেখ হাসিনার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চাইছেন সৌরভ।
 
বাংলাদেশ টেস্ট নিয়ে বেঙ্গল ক্রিকেট কর্তাদের রয়েছে নানা পরিকল্পনা। এই টেস্টকে ঐতিহাসিক করে রাখতে সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা।