এনামুলের ব্যাটে আরেকটি শতক
ঘরোয়া ক্রিকেট মানেই এনামুল হক বিজয়ের ব্যাটে রান ফোয়ারা। গত কয়েক বছর ধরেই ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। তবে এবারের জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডে নিজেকে চেনাতে পারেন। তবে দ্বিতীয় রাউন্ডে ঠিকই ঝলসে উঠল এনামুলের ব্যাট। শতরান পেলেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার।
খুলনা বিভাগের এ ওপেনার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ব্যাট ঝড় তুললেন। ঢাকা বিভাগের বিপক্ষে এনামুল ১১২ রান তুলে অবসর নেন।
জাতীয় লিগের টায়ার ওয়ান ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে খুলনা শুরুতেই হোঁচট খায়। দলের সংগ্রহে ১৬ রান জমা হতেই সাজঘরে ফেরেন রবিউল ইসলাম রবি ও মেহেদি হাসান। তখনই অভিজ্ঞ তুষার ইমরানকে নিয়ে হাল ধরেন এনামুল হক বিজয়। তৃতীয় উইকেটে ১৬৬ রান জমা করেন দু'জন। ১১২ বলে হাফসেঞ্চুরি তুলে নেন এনামুল। শতরান করতে খেলেন ১৯৫ বল।
প্রথম শ্রেণীর ক্রিকেটে ক্যারিয়ারে এটি এনামুলের ১৯তম সেঞ্চুরি। শতরানের পর দাপটেই এগিয়ে যাচ্ছিলেন তিনি। চা বিরতির পর হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন এই ওপেনার। এ কারণেই ইনিংসের ৬২তম ওভারের শুরুতে ড্রেসিংরুমে ফিরে যান।
অবসরে যাওয়ার আগে ২০৫ বলে ৯ চার ও ৫ ছয়ে তিনি ১১২ রান করেন এনামুল। খুলনার তুষার ইমরান তখন ছিলেন ১২৪ বলে ৬ চারে ৫৫ রানে।
প্রথম স্তরে এক জয় ও এক ড্রয়ে ১৩.৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে এনামুল হক-তুষার ইমরানের দল খুলনা বিভাগ।