প্রথম দিনে ঢাকার বোলিং দাপট

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

৫৬ রানের হার না মানা ইনিংস খেলেন মুক্তার আলী

৫৬ রানের হার না মানা ইনিংস খেলেন মুক্তার আলী

প্রথম দিনেই বোলিং দাপট দেখিয়েছে ঢাকা বিভাগ। সে কারণেই জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে রাজশাহী বিভাগ বড় স্কোর গড়তে পারেনি। গুটিয়ে গেছে ২৩০ রানে।

শনিবার, ২ নভেম্বর এনসিএলের প্রথম স্তরের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে রাজশাহী বিভাগ। নাজমুল হোসেন শান্ত (৫৬) ও মুক্তার আলী (৫৬*) হাফ-সেঞ্চুরি পেলেও এক রানের জন্য বঞ্চিত হয়েছেন সানজামুল ইসলাম (৪৯)।

বিজ্ঞাপন

ঢাকার হয়ে তিনটি করে উইকেট নেন সুমন খান ও শুভাগত হোম। দুটি করে উইকেট নেন সালাউদ্দিন শাকিল ও জুবায়ের হোসেন।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম একাডেমি মাঠে ঢাকা বিভাগ দিনের শেষ দিকে ব্যাটিংয়ে নামলেও এক ওভার খরচ করে কোনো রান তুলতে পারেনি। উইকেটে আছেন দুই ওপেনার আব্দুর মজিদ ও সাঈফ হাসান।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোর-

রাজশাহী বিভাগ প্রথম ইনিংস: ২৩০/১০, ৮৬.১ ওভার(শান্ত ৫৬, মুক্তার ৫৬* সানজামুল ৪৯; সুমন ৩/৪৩, শুভাগত ৩/৫৭, সালাউদ্দিন ২/১৬ ও জুবায়ের ২/৫৮)।

ঢাকা বিভাগ প্রথম ইনিংস: ০/০, এক ওভার (মাজিদ ০ ব্যাটিং ও সাঈফ ০ ব্যাটিং)।

*প্রথম দিন শেষে