বরিশাল-চট্টগ্রামের ম্যাচে বৃষ্টির জয়
ম্যাচ যেখানে চার দিনের। সেখানে ঘূর্ণিঝড় বুলবুল আর বৃষ্টির কারণে তিন দিন পণ্ড হওয়ার পরই ধরেই নেওয়া হয়েছিল বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের মধ্যকার ম্যাচটি ড্র হতে যাচ্ছে।
বাস্তবে সেটাই হয়েছে। বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় স্তরের ম্যাচটি অমীমাংসিতই থেকে গেছে। তবে জিতেছে বৃষ্টি।
মঙ্গলবার, ১২ নভেম্বর ম্যাচের চতুর্থ ও শেষ দিনেও বৃষ্টি হানা দিয়ে বসে। তাই খেলা শুরু হতে বেজে যায় বেলা ৩টা। দিনের শেষ ভাগে খেলা হয়েছে সবমিলিয়ে মাত্র ১৯ ওভার।
ম্যাচের টস হয় চতুর্থ দিনে এসে। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ৭০ রান সংগ্রহ করে প্রথম ইনিংস ঘোষণা করে বরিশাল।
বরিশালের হয়ে ৪৪ রান করেন সোহাগ গাজী। ২১ রান নিয়ে অপরাজিত থেকে যান আবু সায়েম।
চট্টগ্রামের হয়ে দুটি উইকেট নেন ইফরান হোসেন।
জবাবে কোনো উইকেট না হারিয়ে চট্টগ্রাম ৪৫ রান তুলতেই ড্র মেনে নেয় দুদল। পিনাক ঘোষ ৩০* ও সাদিকুর রহমান ১৪* রানে অপরাজিত ছিলেন।
সংক্ষিপ্ত স্কোর-
বরিশাল বিভাগ প্রথম ইনিংস: ৭০/৩ ডি., ১৩ ওভার (সোহাগ ৪৪, সায়েম ২১; ইফরান ২/১৩ ও নোমান ১/১২)।
চট্টগ্রাম বিভাগ প্রথম ইনিংস: ৪৫/০, ৬ ওভার (পিনাক ৩০* ও সাদিকুর ১৪*)।
ফল: ম্যাচ ড্র।