সেমিফাইনালে অপরাজিত গ্রুপ সেরা বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ব্যাট হাতে টাইগার জুনিয়ররা, ছবি: এসিসি

ব্যাট হাতে টাইগার জুনিয়ররা, ছবি: এসিসি

এসিসি এমার্জিং টিমস কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচেও বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ১৫৬ বল হাতে রেখে প্রতিপক্ষ নেপালকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এনিয়ে গ্রুপের তিন ম্যাচের তিনটিই জিতল দেশের ছেলেরা।

দারুণ এ জয় দিয়ে অপরাজিত ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

সোমবার, ১৮ নভেম্বর বিকেএসপিতে টস হেরে ব্যাটিং নেমে ৪৪.৩ ওভারে ১৩৮ রানেই গুটিয়ে যায় নেপাল। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ করেন সমপাল কামি।

বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন সুমন খান ও মিনহাজুল আবেদিন আফ্রিদি। দুটি করে উইকেট নেন তানভির ইসলাম ও মেহেদী হাসান।

বিজ্ঞাপন

লক্ষ্য তাড়া করতে নেমে নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ নাঈমের ব্যাটিং দৃঢ়তায় ২৪ ওভারে মাত্র ২ উইকেটের বিনিময়েই ১৪০ রান তুলে ফেলে বাংলাদেশের অনূর্ধ্ব ২৩ দল।

৪৫ রানে নাঈম ফিরলেও শান্ত অপরাজিত থেকে যান ৫৯ রানে।

নেপালের হয়ে একটি করে উইকেট নেন সুশান ভারি ও কারান কেসি।

সেমিফাইনালে বাংলাদেশ লড়বে আফগানিস্তানের বিপক্ষে। দেশের ছেলেদের ফাইনালে উঠার লড়াই শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গড়াবে ২১ নভেম্বর।

২০ নভেম্বর প্রথম সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি ভারত। ফাইনাল হবে ২৩ নভেম্বর।