ট্যুরস ও ট্রাভেলস ব্যবসায় ক্রিকেটার আশরাফুল

  • স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মোহাম্মদ আশরাফুল, ছবি: ফেসবুক

মোহাম্মদ আশরাফুল, ছবি: ফেসবুক

ক্রিকেট খেললেও ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন মোহাম্মদ আশরাফুল বেশ লম্বা সময় ধরে। রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনায় বেশ ভালো দক্ষতাও দেখিয়েছেন তিনি। এবার নতুন আরেকটি ব্যবসা ক্ষেত্রে নাম লিখিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। ট্যুরস ও ট্রাভেলস ব্যবসায় নেমেছেন তিনি।

অ্যাশ ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেড নামের এই প্রতিষ্ঠান আশরাফুলদের পারিবারিক ব্যবসা হিসেবে পরিচিত। তিন বছর ধরে আশরাফুলের বড় ভাই মোস্তাক আহমেদই পারিবারিক এই ব্যবসার দেখাশুনা করতেন। এখন মোহাম্মদ আশরাফুলও পারিবারিক সেই ব্যবসায় সময় দিচ্ছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সন্ধ্যায় আশরাফুল বার্তা২৪ কে জানান- ‘বাবা বেঁচে থাকার সময়ই আমাদের এই ব্যবসার শুরু। এতদিন বড় ভাই এটা পুরোপুরি দেখতেন। এখন আমিও সময় দিচ্ছি।’

পারিবারিক এই ব্যবসায় নাম লিখিয়ে আশরাফুল ব্যবসার প্রসারে নেমে পড়েছেন। নিজের ফেসবুক পেজে এই ব্যবসার সার্বিক দিক তুলে ধরে প্রচারণা চালিয়েছেন।

বিজ্ঞাপন

অ্যাশ ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হলেন আশরাফুলের বড় ভাই মোস্তাক আহমেদ। আশরাফুল প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।

জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারকে এবারের বঙ্গবন্ধু বিপিএলে কোনো দল নেয়নি। দর্শক হয়েই এবারের বিপিএলে সময় কাটাতে হবে তাকে। এই প্রসঙ্গে আশরাফুল বলছিলেন- ‘কেন আমাকে কোনো দল নেয়নি, সেটা তাদের ব্যাপার। তবে আমি কখনোই কোনো কিছুতে ভেঙ্গে না পড়ে পথ চলতে শিখেছি। পথ যতই কঠিন হোক না কেন- আমি ঠিকই সামনে বাড়ব।’