ছয় বলে অভিমন্যুর পাঁচ উইকেট
অনন্য এক রেকর্ড গড়লেন অভিমন্যু মিঠুন। টি-টোয়েন্টিতে ছয় বলে শিকার করলেন পাঁচ উইকেট।
সম্ভবত অভিমন্যুই প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে এই নতুন ইতিহাস লিখলেন। ইএসপিএনক্রিকইনফোর তথ্য-পরিসংখ্যানের মতে অন্তত এ রেকর্ডটা আগে কেউ করতে পারেনি।
ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মোশতাক আলী ট্রফির সেমিফাইনালে হরিয়ানার বিপক্ষে সুরাটে হ্যাটট্রিকের নতুন এই মাইলফলকটি গড়লেন কর্ণাটকের ক্রিকেটার অভিমন্যু।
শুক্রবার (২৯ নভেম্বর) তৃতীয় ওভারে খরচ করে ছিলেন ১৮ রান। ইনিংসের সবচেয়ে খরুচে ওভার এটি। শেষে চতুর্থ ওভারে এসেই রেকর্ডটা করে ফেলেন অভিমন্যু।
প্রতিপক্ষ খুব দ্রুত ২০০ রান ছুঁয়ে ফেলতে যাচ্ছিল। ৩ উইকেটে ১৯২ রানও তুলে ফেলে তারা। অভিমন্যু পাঁচ উইকেট তুলে নিলে ১৯৪ রানেই থামে হরিয়ানার ইনিংস। পাঁচ উইকেটের জন্য তার সব মিলিয়ে খরচ হয় ৩৯ রান।
জবাবে ৩০ বল হাতে রেখে আট উইকেটে জিতে আসরের ফাইনালের টিকিট কাটে কর্ণাটক।
এতো গেল ভালো খবর। খারাপ খবরও আছে ভারতের হয়ে চার টেস্ট ও পাঁচ ওয়ানডে খেলা অভিমন্যুর জন্য। কর্ণাটক প্রিমিয়ার লিগে (কেপিএল) বেটিং ও স্পট ফিক্সিং কেলেঙ্কারি নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করবে ভারতের কেন্দ্রীয় অপরাধ বিষয়ক সংস্থা।