একনজরে ব্যালন ডি’অর ২০১৯
লিওনেল মেসি নিজে বলছেন-এমন অর্জন অবিশ্বাস্য! কিন্তু বিশ্লেষকরা বলছেন এটা প্রত্যাশিত। কারণ এ বছরই বার্সেলোনার এই আর্জেন্টাইন মহাতারকার হাতে উঠেছে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কার। এবার তিনি পেয়ে গেলেন ব্যালন ডি’অর!
সোমবার রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে থিয়েটার দ্য শ্যালেতে ভার্জিল ফন ডাইক ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলেন মেসি। জিতে নেন রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর। বিশ্বজুড়ে সাংবাদিকদের ভোটে এই পুরস্কার পেলেন মেসি।
৩২ বছর বয়সী মেসি বছরজুড়েই দুর্দান্ত ফুটবল খেলেছেন। স্প্যানিশ লা লিগায় করেন সর্বোচ্চ ৩৬ গোল। তার পথ ধরে জেতেন পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন শু। আবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে করেছেন সর্বোচ্চ ১২ গোল। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫৮ ম্যাচে ৫৪ গোল করে মেসিই সেরা।
ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’-এর ব্যালন ডি’অরের ৬৪তম আসরে এবারও দেওয়া হলো মোট চারটি ক্যাটাগরিতে পুরস্কার।
চলুন এক নজরে দেখে নেই ২০১৯ ব্যালন ডি’অর
ব্যালন ডি’অর (পুরুষ)- লিওনেল মেসি
ব্যালন ডি’অর (নারী)- মেগান র্যাপিনো
কোপা ট্রফি (সেরা অনূর্ধ্ব-২১)- ম্যাথিয়াস ডি লিট
ইয়াশিন ট্রফি (সেরা গোলকিপার)- অ্যালিসন বেকার।
ব্যালন ডি’অর সেরা ৩০
১: লিওনেল মেসি (বার্সেলোনা, আর্জেন্টিনা)
২: ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস)
৩: ক্রিশ্চিয়ানো রোনালদো (জুভেন্টাস, পর্তুগাল)
৪: সাদিও মানে (লিভারপুল, সেনেগাল)
৫: মোহাম্মদ সালাহ (লিভারপুল, মিশর)
৬: কিলিয়ান এমবাপে (পিএসজি, ফ্রান্স)
৭: আলিসন (লিভারপুল, ব্রাজিল)
৮: রবের্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ, পোল্যান্ড)
৯: বের্নার্দো সিলভা (ম্যানচেস্টার সিটি, পর্তুগাল)
১০: রিয়াদ মাহরেজ (ম্যানচেস্টার সিটি, আলজেরিয়া)
১১: ফ্রেংকি ডি ইয়ং (বার্সেলোনা, নেদারল্যান্ডস)
১২: রাহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি, ইংল্যান্ড)
১৩: ইডেন হ্যাজার্ড (রিয়াল মাদ্রিদ, বেলজিয়াম)
১৪: কেভিন ডি ব্রুইনে (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম)
১৫: মাটাইস ডি লিখট (জুভেন্টাস, নেদারল্যান্ডস)
১৬: সার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি, আর্জেন্টিনা)
১৭: রবের্তো ফিরমিনো (লিভারপুল, ব্রাজিল)
১৮: অঁতোয়ান গ্রিজমান (বার্সেলোনা, ফ্রান্স)
১৯: ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল, ইংল্যান্ড)
২০: (যৌথভাবে): পিয়েরে-এমেরিক আউবামেয়াং (আর্সেনাল, গ্যাবন), দুসান তাদিচ (আয়াক্স, সার্বিয়া)
২২: (যৌথভাবে): সন হিউং-মিন (টটেনহ্যাম হটস্পার, দক্ষিণ কোরিয়া)
২৩: উগো লরিস (টটেনহ্যাম হটস্পার, ফ্রান্স)
২৪: (যৌথভাবে): কালিদু কলিবালি (নাপোলি, সেনেগাল), মার্ক-আন্ড্রে টের স্টেগেন (বার্সেলোনা, জার্মানি)
২৬: (যৌথভাবে): করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স, জর্জিনিয়ো ভিনালডাম (লিভারপুল, নেদারল্যান্ডস)
২৮: (যৌথভাবে): জোয়াও ফেলিক্স (আতলেতিকো মাদ্রিদ, পর্তুগাল), মার্কিনিয়োস (পিএসজি, ব্রাজিল) ও ডনি ফন ডি বিক (আয়াক্স, নেদারল্যান্ডস)