এক দশক পর টেস্টে ফিরলেন ফাওয়াদ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পাকিস্তানের হয়ে ফাওয়াদ সর্বশেষ খেলেন ২০১৫ সালের এপ্রিলে, ছবি: সংগৃহীত

পাকিস্তানের হয়ে ফাওয়াদ সর্বশেষ খেলেন ২০১৫ সালের এপ্রিলে, ছবি: সংগৃহীত

এক দশকেরও বেশি সময় লাল বলের ক্রিকেট থেকে দূরে ছিলেন ফাওয়াদ আলম। দীর্ঘ বিরতির ইতি টেনে অবশেষে পাকিস্তানের টেস্ট দলে ফিরলেন বাঁ-হাতি এ মিডল-অর্ডার ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের জন্য ঘোষিত ১৬ জনের দলে জায়গা করে নিয়েছেন ফাওয়াদ। তিনি দলে ডাক পেয়েছেন ইফতিখার আহমেদের বদলে। অস্ট্রেলিয়া সফরে চার ইনিংসে মাত্র ৪৪ রান করায় দল থেকে ছিটকে গেছেন ইফতিখার।

বিজ্ঞাপন

পাকিস্তানের টেস্ট দলে পরিবর্তন এসেছে আরো একটি। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা উসমান শিনওয়ারিও অন্তর্ভুক্ত হয়েছেন দলে। ১৭টি ওয়ানডে ও ১৬টি টি-টোয়েন্টি খেললেও এখনো পর্যন্ত টেস্টে নাম লেখানো হয়নি তার।

শিনওয়ারিকে জায়গা করে দিতেই দল থেকে বাদ পড়েছেন ১৯ বছরের মোহাম্মদ মুসা। অ্যাডিলেডে অভিষেক টেস্টে উইকেট শূন্য থাকায় তিনি ছিটকে গেলেন দল থেকে।

বিজ্ঞাপন

রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-শ্রীলঙ্কার প্রথম টেস্ট মাঠে গড়াবে ১১ ডিসেম্বর। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট করাচিতে শুরু ১৯ ডিসেম্বর।

পাকিস্তান টেস্ট দল: আজহার আলি (অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, বাবর আজম, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমাম-উল-হক, ইমরান খান, কাশিফ ভাটি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, ইয়াসির শাহ ও উসমান শিনওয়ারি।