তিন স্বর্ণপদক জয়ের এক দিন, সাফল্যের অপেক্ষায় আর্চারি
শনিবার (৭ ডিসেম্বর) এসএ গেমসে সফল একটা দিন কাটল বাংলাদেশের। এক দিনে তিনটি স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। দুটি স্বর্ণ এসেছে ভারোত্তোলন থেকে। আরেকটি এসেছে ফেন্সিংয়ের সাফল্যে। ভারোত্তোলনে স্বর্ণ জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত ও জিয়ারুল ইসলাম। আর ফেন্সিংয়ের স্বর্ণকন্যা ফাতেমা মুজিব।
সব মিলিয়ে চলতি গেমসে বাংলাদেশের স্বর্ণপদকের সংখ্যা এখন সাতটি। সামনের দুদিনে আর্চারি থেকে স্বর্ণ জয়ের অপেক্ষায় আছে বাংলাদেশ। শনিবার আর্চারির কোয়ালিফাইং রাউন্ডে বাংলাদেশের সময়টা সাফল্য নিয়েই শেষ হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশের সাফল্যের এক ঝলক এই রিপোর্টে।
ভারোত্তোলনে দুই স্বর্ণ:
পোখরায় মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণীতে স্ন্যাচে ৮০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি মিলিয়ে মোট ১৮৫ কেজি ওজন তুলে স্বর্ণ জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত। শ্রীলঙ্কার বিসি প্রিয়ান্থি স্ন্যাচ (৮৩ কেজি) ও ক্লিন অ্যান্ড জার্ক (১০১ কেজি) মিলিয়ে ১৮৪ কেজি তুলে রৌপ্য ও নেপালের তারা দেবী স্ন্যাচ (৭৫ কেজি) ও ক্লিন অ্যান্ড জার্কে (৯৭ কেজি) মিলিয়ে ১৭২ কেজি তুলে রুপা জিতেছেন।
ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ (১২০ কেজি) ও ক্লিন অ্যান্ড জার্ক (১৪২ কেজি) মিলিয়ে ২৬২ কেজি তুলে স্বর্ণ পদক জয় করেন জিয়ারুল ইসলাম। নেপালের বিশাল সিং (২৪৭ কেজি) রুপা এবং ভুটানের কিনলে গেইলসেন ( ১৭০ কেজি) ব্রোঞ্জ পেয়েছেন।
ছেলেদের ১০২ কেজিতে মোহাম্মদ মাইনুল ইসলাম সব মিলিয়ে ২৫০ কেজি তুলে রৌপ্য পদক জয় করেন। মেয়েদের ৮১ কেজিতে জহুরা খাতুন নিশা সব মিলিয়ে ১৬৮ কেজি তুলে রৌপ্য পদক জয় করেন। মেয়েদের ৮৭ (প্লাস) ওজন শ্রেণীতে ফিরোজা পারভীন ব্রোঞ্জ পেয়েছেন।
ফেন্সিংয়ের স্বর্ণকন্যা ফাতেমা মুজিব:
মেয়েদের সেবার এককে স্বর্ণ জিতেছেন ফাতেমা মুজিব। ফাইনালে স্বাগতিক নেপালের রাবিনা থাপাকে ১৫-১০ পয়েন্টে হারান ফাতেমা। সেমি-ফাইনালে ১৫-১১ ব্যবধানে ভারতের দিয়ানা দেবীকে হারান তিনি। ছেলেদের ফয়েল একক ইভেন্টে রুবেল মিয়া ব্রোঞ্জ পদক জিতেছেন।
আর্চারিতে সাফল্যের অপেক্ষা:
রিকার্ভ পুরুষ এককের সেমি-ফাইনালে নিজ দেশের তামিমুল ইসলামকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছেন রোমান সানা। ৯ ডিসেম্বর ভুটানের কিনলে শেরিংয়ের বিপক্ষে ফাইনাল খেলবেন তিনি।
মেয়েদের রিকার্ভ এককের সেমি-ফাইনালে ইতি খাতুন ৬-০ সেট পয়েন্টে ভুটানের কারমাকে হারিয়ে ফাইনালে উঠেন। ভুটানের সুনাম দেমার বিপক্ষে ফাইনাল খেলবেন তিনি।
ছেলেদের কম্পাউন্ড এককের সেমি-ফাইনালে সোহেল রানা নিজ দেশের অসীম কুমারকে ১৪৫-১৪৪ স্কোরে হারিয়ে ফাইনালে উঠেছেন। শিরোপা লড়াইয়ে তার প্রতিপক্ষ ভুটানের তানদিন দর্জি।
মেয়েদের কম্পাউন্ড এককের সেমি-ফাইনালে শ্রীলঙ্কার থাকশিলাকে ১৪১-১৩৭ স্কোরে হারিয়ে ফাইনালে উঠেছেন সোমা বিশ্বাস। ফাইনালে তার প্রতিপক্ষ শ্রীলঙ্কার করুনারত্নে।
ছেলেদের রিকার্ভ দলগত বিভাগে নেপালকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ৮ ডিসেম্বর, রোববার তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
মেয়েদের রিকার্ভ দলগত বিভাগে নেপালকে ৬-০ সেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
রিকার্ভ মিশ্র দলগত বিভাগে রোমান-ইতি জুটি নেপালের জুটিকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছে। ফাইনালের প্রতিপক্ষ ভুটান।
ছেলেদের কম্পাউন্ড দলগত বিভাগে নেপালকে ২২৪-২১৫ স্কোরে হারিয়ে ফাইনালে নাম লিখেছে বাংলাদেশ। প্রতিপক্ষ ভুটান।
মেয়েদের কম্পাউন্ড দলগত বিভাগে বাই পেয়ে সরাসরি ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগে বাই পেয়ে সরাসরি ফাইনালে উঠেছে বাংলাদেশের সোহেল-সুস্মিতা জুটি। ফাইনালে প্রতিপক্ষ নেপাল।
কুস্তিতে রিমির রৌপ্য:
মেয়েদের ৫৫ কেজি ওজন শ্রেণীতে রিমি সরকার রৌপ্যপদক জিতেছেন। এই ইভেন্টে স্বর্ণপদক নেপালের। ছেলেদের ৯৭ কেজি ওজন শ্রেণীতে ব্রোঞ্জপদক পেয়েছেন রশীদ হাওলাদার। স্বর্ণ ও রৌপ্য জিতেছে ভারত ও পাকিস্তান।
হ্যান্ডবলের সেমিতে বিদায়:
মেয়েদের সেমি-ফাইনালে ভারতের কাছে ৪১-১৩ গোলে হেরেছে বাংলাদেশ। ছেলেদের সেমি-ফাইনালে পাকিস্তানের কাছে ২৮-১৭ গোলে হারে বাংলাদেশ।
বাস্কেটবলে হার:
মেয়েদের বিভাগে গ্রুপ পর্বে ভুটানের কাছে ৭৮-১৯ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বাস্কেটবল থ্রি অন থ্রি বিভাগে ছেলেদের প্রথম ম্যাচে নেপালের কাছে ২১-০৯ এবং দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২১-১১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
কাবাডিতেও হার:
পুরুষ কাবাডিতে ভারতের কাছে ৪৪-১৯ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। প্রথমার্থে ভারত এগিয়ে ছিল ২৮-৮ পয়েন্টে। বাংলাদেশের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ৮ ডিসেম্বর সকালে আর্মড ফোর্স পুলিশ মাঠে।
শুটিংয়ে মিলল রৌপ্য:
১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টের ফাইনালে ভারতের কাছে হেরে রৌপ্যপদক পেয়েছেন বাংলাদেশের আব্দুল্লাহ হেল বাকী এবং সৈয়দা আতকিয়া হাসান দিশা।
অ্যাথলেটিকসে ব্যর্থতার দিন:
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ছেলেদের ৪*৪০০ মিটার রিলেতে আবু তালেব-সাইফুল ইসলাম-মাসুদ রানা-জহির রায়হান ৩ মিনিট ১৫ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন। এ ইভেন্টে শ্রীলঙ্কা ৩ মিনিট ০৮ দশমিক ০৪ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ ও ভারত ৩ মিনিট ০৮ দশমিক ৩১ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছে।
মেয়েদের ৪*৪০০ মিটার রিলেতে শাবিয়া আল সোহা-সুমি আক্তার-শরিফা খাতুন-শিরিন আক্তারে গড়া বাংলাদেশ দল ৪ মিনিট ০ দশমিক ৫৫ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন। শ্রীলঙ্কা ৩ মিনিট ৪১ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে সোনা ও পাকিস্তান ৩ মিনিট ৪১ দশমিক ৭৪ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছে।
সাঁতারে আরিফুল ও জুয়েলের রৌপ্য:
ছেলেদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে আরিফুল ইসলাম ২৮.৩৬ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক পেয়েছেন। ভারতের সেলভারাস প্রেমা ২৮.০৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ ও শ্রীলঙ্কার কিরণ মালিঙ্কা ২৮.৭৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।
ছেলেদের ৪০০ মিটার ইনডিভিজুয়াল মিডলে জুয়েল আহমেদ ৪ মিনিট ৪০.৮২ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন। ভারতের শ্রীধর শিভা স্বর্ণ জিতেছেন।