একটি ‘নিশ্চিত নো বলের’ রহস্য!



স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
মোহাম্মদ আমির, নো বল লর্ডস, ২০১০ ও ক্রিসমার স্যান্টোকি, নো বল, বিপিএল ২০১৯

মোহাম্মদ আমির, নো বল লর্ডস, ২০১০ ও ক্রিসমার স্যান্টোকি, নো বল, বিপিএল ২০১৯

  • Font increase
  • Font Decrease

বিপিএলের উদ্বোধনী ম্যাচে কে জিতল?

সেটা আপনি অনেক আগেই জেনে গেছেন। তবে অবাক করার বিষয় হলো ১১ ডিসেম্বরে শুরু হওয়া বিপিএলের দুই ম্যাচের ফল নিয়ে যতবেশি না আলোচনা হচ্ছে তারচেয়ে বেশি কৌতূহল ছড়াচ্ছে উদ্বোধনী দিনের প্রথম ম্যাচের একটি নো বল!

সিলেট থান্ডারের পেসার ক্রিসমার স্যান্টোকি আলোচিত এই নো বল করেন। স্যান্টোকির সেই ওভারের বর্ণনা শুনি আগে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইনিংসের দ্বিতীয় ওভারের ঘটনা। ক্রিসমার স্যান্টোকি ম্যাচে তার প্রথম ওভার করতে এলেন। প্রথম দুই বলে কোনো সমস্যা নেই। তৃতীয় যে বলটা করলেন সেটা লেগ সাইডে এত বেশি ওয়াইড হলো যে বাঁ-দিক দিয়ে সরে এসে গোলকিপারের ভঙ্গিতেই ঝাঁপিয়ে পড়ে ধরতে হলো উইকেটকিপার মোহাম্মদ মিঠুনকে।

বলের ওপর বোলার হঠাৎ নিয়ন্ত্রণ হারালে ক্রিকেটে এতো বিশাল ওয়াইড দেখতে পাওয়া কোনো অবাক করার মতো ঘটনা নয়। আর তাই স্যান্টোকির সেই বিশাল ওয়াইড নিয়ে তেমন বাড়তি কোনো কৌতূহলের কিছু ছিল না। কিন্তু ঠিক দুই বল পরেই তিনি এবার করলেন নো বল। তার এই নো আবার বেশ বড়! শুধু বড় না, একেবারে যাকে বলে বিশাল! তেমন কিছুই!

- নো বলটা কত বড়?

-প্রায় এক ফুটেরও বেশি! অর্থাৎ পপিং ক্রিজের যে দাগের বাইরে পা পড়লে নো বল হয়, সেই দাগের চেয়ে এক ফুটের বেশি দূরে পড়ল স্যান্টোকির ডান পা! যেহেতু তিনি বাঁহাতি বোলার তাই ল্যান্ডিংয়ের সময় তার ডান-পা’টা আগে যাবে।

টিভি রিপ্লেতে স্যান্টোকির এতো বিশাল নো বল দেখে শুধু প্রেসবক্স নয়, ক্রিকেট সংশ্লিষ্ট সবাই অবাক এবং একই সঙ্গে কৌতূহলীও বটে!

স্যান্টোকির এই বিশাল নো বল হঠাৎ করেই ২০১০ সালের লর্ডস টেস্টে মোহাম্মদ আমিরের নো বলের সেই দুষ্কর্মের কথা মনে করিয়ে দিল। নো বল ‘নিশ্চিত’ করতেই অত বড় ওভার স্টেপিং করে ছিলেন সেদিন মোহাম্মদ আমির। আদালতের কাছে পরে সেটা স্বীকারও করেছেন। ফিক্সিংয়ের সেই অপরাধে ক্রিকেট থেকে লম্বা সময়ের জন্য নিষিদ্ধও হয়েছিলেন পাকিস্তানি এই পেসার।  

মোহাম্মদ আমিরের সেই দুষ্কর্মের পর থেকে স্পট ফিক্সিংয়ের ক্রিকেটীয় এই যুগে কোনো বোলারের বিশাল নো বল মানেই বাড়তি কৌতূহল, কানাঘুষা এবং বিতর্কের শুরু। স্যান্টোকির বিশাল নো বলও সেই তালিকায় পড়ে গেল তাহলে?

১১ ডিসেম্বর এই ম্যাচ কাভার করা রাইজিংবিডির ক্রিকেট প্রতিনিধি ইয়াসিন রাব্বী বার্তা২৪কে জানান- ‘নো বল হতেই পারে, কিন্তু তাই বলে এত বড় নো বল! দেখে তো মনে হচ্ছে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। নিজের সেই ওভারেই ক্রিসমার স্যান্টোকি যে ওয়াইড বল করেন, সেটাও বিশাল! নো বলটা তো আরো বিশাল! দেখে মনে হচ্ছে এমন সব ডেলিভারির পেছনে আরও ‘‘বিশাল’’ কোনো কিন্তু আছে!’

স্যান্টোকির আলোচিত সেই নো বল প্রসঙ্গে ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম বলছিলেন- ‘এই নো বলটা মোহাম্মদ আমিরের নো বলের অপকীর্তির কথাই আমাদের মনে করিয়ে দেয়। স্যান্টোকির নো বলটা আমি দেখলাম। আমার কাছে এত বড় একটা নো বল সত্যি বলতে কি বিশাল একটা বিস্ময়ের ব্যাপার! আমি মনে করি বিসিবির কাছ থেকে এই ডেলিভারির ব্যাপারে একটা পরিষ্কার ব্যাখ্যা দেওয়া দরকার। এই ডেলিভারি নিয়ে চারধারে বেশ কৌতূহল ছড়িয়েছে। সেই ডেলিভারির মিনিট কয়েকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছবি চলে এসেছে। বিপিএলের উদ্বোধনী ম্যাচে কে জিতল কে হারল? কে হাফসেঞ্চুরি করল, সেসবের চেয়ে স্যান্টোকির নো বলটাই বেশি আলোচনা ছড়িয়েছে। একটা নেতিবাচক বিষয় যখন অতিমাত্রায় আলোচিত বা হাইলাইটেড হয়ে যায় তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অবশ্যই সেই বিষয়ে একটা পরিষ্কার ব্যাখ্যা আসা উচিত। এমন সব বিষয় নিয়ে বিপিএল কর্তৃপক্ষ কেমন সিরিয়াস- সেটা তাহলে পরিষ্কার হতো।’

মনে সন্দেহ রেখে যেমন সামনে বাড়তে নেই। কার্পেটের নিচে ময়লা রেখে ঘরও পরিষ্কার করা যায় না। এই সন্দেহ-ময়লা সবকিছু পরিষ্কারের দায়িত্ব এখন বিসিবির।

   

টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সৌদি প্রো লিগের বড় ম্যাচে আজ (শুক্রবার) মুখোমুখি হবে আল হিলাল ও আল নাসর। এদিকে আইপিএলে লক্ষ্ণৌয়ের বিপক্ষে নামবে মুম্বাই।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী

বিকেল ৪টা, টি স্পোর্টস

আইপিএল

মুম্বাই-লক্ষ্ণৌ

রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

সৌদি প্রো লিগ

আল নাসর-আল হিলাল

রাত ১২টা, টি স্পোর্টস

;

ক্রলি ও স্মিথের খেলা পছন্দ করেন রোহিত



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রোহিত শর্মা, ভারত জাতীয় দলের অধিনায়ক এবং সময়ের অন্যতম সেরা ব্যাটার। নিজের ব্যাটিং নৈপুণ্যে একাধিক রেকর্ড করে প্রতিনিয়তই ছাড়িয়ে যাচ্ছে নিজেকেই। বিশ্বের অনেক ক্রিকেটারেরই অনুপ্রেরণার এবং পছন্দের খেলোয়াড় রোহিত। কিন্তু রোহিতে পছন্দের ক্রিকেটার কে বা কারা?

এ বিষয়ে এবার জানিয়েছেন রোহিত শর্মা নিজেই। তরুণ ইংলিশ ব্যাটার জ্যাক ক্রলি এবং অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ব্যাটার স্টিভ স্মিথ হচ্ছে তার পছন্দের ক্রিকেটার। সম্প্রতি দুবাই আই নামক এক রেডিও অনুষ্ঠানে নিজেই বিষয়টি জানিয়েছেন ভারতের অধিনায়ক।

সেই অনুষ্ঠানে রোহিত বলেছেন, ‘আমি জ্যাককে খুব কাছে থেকে দেখেছি এবং তাকে খেলতে দেখা অত্যন্ত আনন্দের। স্টিভ স্মিথের ব্যাটিংও আমার খুব প্রিয়, তবে সে সবার থেকে আলাদা। তার বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা আছে। তার নিজস্ব খেলার ধরণ আছে যার মাধ্যমেই সে আজ সফলদের একজন।‘

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই অজি ব্যাটার স্মিথের নাম। ফর্ম এবং পারফরম্যান্সের ধার আগের মতো হয়ত নেই এজন্যেই বাদ পড়েছেন স্কোয়াড থেকে। তবে সময়ের অন্যত্ম সেরা ব্যাটার হিসেবেই ধরা হয় তাকে।

;

আগামী মৌসুমের আইপিএলেও খেলবেন ধোনি?



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে এখনও মাঠ কাঁপিয়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। গত মৌসুম আইপিএল থেকে অবসরে যাওয়ার কথা থাকলেও সেবার তার দল শিরোপা জিতে নেওয়ায় নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনেন তিনি। ফলস্বরূপ আইপিএলের চলতি আসরেও খেলছেন তিনি।

চলতি আইপিএলেই শেষ হচ্ছে ধোনির ক্রিকেট অধ্যায়, এমনটাই ধরে নিয়েছেন তার সমর্থকরা। তবে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসির কথায় প্রকাশ পেল ভিন্ন কিছু। ৪২ বছরের ধোনিকে আরও কয়েক বছর মাঠের ক্রিকেটে দেখছেন তিনি।

এবারের আইপিএলে সময়টা বেশ ভালোই কাটছে ধোনির। এখন পর্যন্ত ১০ ইনিংস ব্যাট করতে নেমে ২২৬.৬৬ স্ট্রাইক রেটে রান তুলেছেন ১৩৬। তবে ধোনি ভক্তদের আবদারটা ছিল তাকে আরও আগে ব্যাটিংয়ে নামানো। কেননা, সবশেষ পাঞ্জাব কিংসের বিপক্ষে ৯ নম্বরে ব্যাট করতে নেমেও ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন তিনি।

তবে ভক্তদের এমন দাবী রাখা সম্ভব না। কারণটাও জানিয়েছেন হাসি, ‘আমি জানি ভক্তরা সম্ভবত তাকে আরও ওপরে ব্যাটিং করতে দেখতে চায়। কিন্তু হাঁটুর অস্ত্রোপচারের কারণেই আমাদের তাকে কিছুটা পরে নামাতে হচ্ছে। তবে এটা সত্যি এমএস-এর থেকে এতটা ক্লিন হিট করতে পারার মত আমাদের কেউ ছিল না।’

ধোনি কি আগামী মৌসুমেও খেলবে কিনা এমন প্রশ্নে হাসি বলেন, ‘আমরা আশা করছি সে চালিয়ে যাবে। কারণ, সে এখনও খুব ভাল ব্যাটিং করছে। সে ভাল প্রস্তুতি নেয় - সে খুব তাড়াতাড়ি ক্যাম্পে আসে এবং প্রচুর বল হিট করে। সে সত্যিই পুরো মৌসুমে ভাল ছন্দে ছিল। তবে গত মৌসুমের পর তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছিল তাই এই টুর্নামেন্টের শুরু থেকেই তাকে সেটা মাথায় রেখে খেলতে হচ্ছে।’

ধোনির অবসর প্রসঙ্গে কোচ আরও বলেন, ‘ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি আশা করি ধোনি আরও কয়েক বছর খেলা চালিয়ে যাবেন। তবে দিনশেষে এটা তার সিদ্ধান্ত, আমরা কেবল এটার জন্য অপেক্ষা করতে পারি। তবে আমি শীঘ্রই তার কাছ থেকে এমন সিদ্ধান্ত আশা করব না।‘

;

ভিএআর বাতিল বিষয়ে ভোট দিবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফুটবল খেলার শুরু থেকেই এটি পরিচালনার জন্য একজন রেফারি থাকার নিয়ম করা হয়। বিশেষ মুহুর্তে দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে হলে সেটি মাঠে থাকা রেফারিই করে থাকেন। এছাড়া মাঠের দুই পাশে দুইজন লাইন্সম্যান থাকেন যারা রেফারিকে সহযোগিতা করেন। সময়ের সঙ্গে এই খেলায় যোগ হলো ভিন্নধর্মী নিয়ম। প্রযুক্তির ছোঁয়ায় যোগ হলো ভিএআর (ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি)।

২০১৬ সালে সর্বপ্রথম মূল কোনো ম্যাচে এই নতুন প্রযুক্তির প্রয়োগ শুরু হয়। মানুষ মাত্রই ভুল, মাঠে সিদ্ধান্ত দেওয়ার সময় রেফারিরাও ভুল করেন। বড় রকমের ভুল সিদ্ধান্ত রেফারি দিয়েছেন যার ফলে খেলার মোর ঘুরে গেছে এরকম নজিরও অনেক আছে। এই ভুলগুলো যাতে আর না হয় এজন্যেই এই ভিএআরের প্রয়োগ শুরু হয়।

তবে সমস্যা সমাধানের জন্য আনা ভিএআরই যেন সাম্প্রতিক সময়ে সমস্যার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে এই প্রযুক্তির ভুল প্রয়োগ নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা এবং প্রতিবাদ শুরু হয়েছে। জন্ম নিয়েছে নানা বিতর্কেরও।

বিষয়টি নিরপেক্ষভাবে সমাধান করতে এবার ভিএআরের থাকা কিংবা না থাকা বিষয়ে ভোটের ব্যবস্থা করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। আগামী মৌসুমের আগেই ভোটাভুটি করে এই বিষয়টির সুরাহা করতে চায় তারা।

প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন ২০২৪-২৫ মৌসুম থেকে ভিএআর বাতিল চেয়ে সম্প্রতি লিগ কর্তৃপক্ষের কাছে একটি সমাধান তুলে ধরেছে। আগামী ৬ জুন লিগের ২০টি ক্লাব ভিএআর এর পক্ষে-বিপক্ষে ভোট দেবে। কারণ চলতি মৌসুমে ভিএআরের বেশ কিছু সিদ্ধান্ত উলভারহ্যাম্পটনের বিপক্ষে গেছে। ক্লাবটি দাবি করে বলেছে যে, ভিএআর প্রিমিয়ার লিগের ঐতিহ্যকে অবমূল্যায়ন করছে।

ভিএআর প্রযুক্তি বাতিল করতে চাইলে এর পক্ষে সর্বনিম্ন দুই-তৃতীয়াংশ ভোট দরকার। অর্থাৎ, প্রিমিয়ার লিগের ২০টি ক্লাবের ১৪টি ক্লাবকে ভিএআরের বিপক্ষে ভোট দিতে হবে। তাহলেই আগামী মৌসুম থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে আর দেখা যাবে না এই প্রযুক্তির প্রয়োগ।

;