ক্লাব বিশ্বকাপ

ফিরমিনো জাদুতে ফাইনালে লিভারপুল

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

লিভারপুলের জয়ের নায়ক রবার্তো ফিরমিনো, ছবি: সংগৃহীত

লিভারপুলের জয়ের নায়ক রবার্তো ফিরমিনো, ছবি: সংগৃহীত

ম্যাচের বয়স ৮৫ মিনিটে দাঁড়িয়ে যায়। কিন্তু ১-১ গোলের ড্রয়ের বৃত্ত থেকে যেন কিছুতেই বেরোতে পারছিল না লিভারপুল। শেষে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নদের ত্রাতা হয়ে মাঠে নামেন রবার্তো ফিরমিনো।

বদলি হয়ে মাঠে নেমেই ইনজুরি টাইমে (৯০+১তম মিনিটে) এ ব্রাজিলিয়ান তারকা এনে দেন নাটকীয় জয়সূচক গোল। সুবাদে মেক্সিকান প্রতিপক্ষ মন্টেরিকে ২-১ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালের টিকিট কেটেছে কোচ ইয়ুর্গেন ক্লপের দল।

বিজ্ঞাপন

কাতারের দোহায় ৮৫তম মিনিটে ডিভোক অরিগির বদলে মাঠে নামেন স্ট্রাইকার ফিরমিনো। আরেক বদলি সতীর্থ ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের নেওয়া ক্রস শট পেয়ে খুব কাছ থেকে লক্ষ্যভেদ করেন এ ব্রাজিলিয়ান ফরওয়ার্ড।

এডুকেশন সিটি স্টেডিয়ামে মোহাম্মদ সালাহর দুর্দান্ত পাস থেকে অবশ্য ম্যাচের ১১তম মিনিটেই লিভারপুলকে লিড এনে দেন ন্যাবি কেইতা। তিন মিনিট যেতে না যেতেই রোজেলিও ফুনেস মোরির গোলে সমতায় ফেরে মন্টেরি।

বিজ্ঞাপন

শনিবার শিরোপা নির্ধারণী ম্যাচে রাত সাড়ে ১১টায় দ্য অ্যানফিল্ড শিবিরের প্রতিপক্ষ ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো।