অবসর নিয়ে মাশরাফি ‘নতুন’ যা বললেন

  • স্পোর্টস এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অবসর প্রসঙ্গে সরাসরি কিছু বলছেন না মাশরাফি

অবসর প্রসঙ্গে সরাসরি কিছু বলছেন না মাশরাফি

ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচের পর থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা মাশরাফিকে শুনতে হয়েছে তা এমন-‘কবে বিদায় নিচ্ছেন? অবসরে যাচ্ছেন কবে?’

৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে সেই ম্যাচের পর মাশরাফি এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে আর কোন ম্যাচ খেলেননি। শুধু সাংবাদিকরা বা আম জনতা নয়, ক্রিকেট বোর্ডও মাশরাফির কাছ থেকে তার অবসরের সিদ্ধান্ত জানতে চেয়েছে। অপেক্ষায় থেকেছে।

সেই প্রশ্ন আরেকবার শুনতে হলো মাশরাফিকে এবারের বঙ্গবন্ধু বিপিএলে, শুক্রবার, ১০ জানুয়ারি।

মাশরাফির উত্তরটা ছিল এমন-‘ আমাকে তো সবাই রিটায়ার করিয়ে দিয়েছে। আমি নিজেও হয়তো বা ঐ জায়গায় অবস্থান করছি। আমি জাস্ট যেটা খেলছি, সেটাকেই এনজয় করছি। মাঠ থেকে রিটায়ার করবো কি করবো না সেটা এখনো সিদ্ধান্তই নিইনি। যদি ওরকম কিছু মনে হয়, ক্রিকেট বোর্ড যদি মনে করে তাহলে চিন্তাভাবনা করবো।'

 খেলাটা এখনো উপভোগ করছেন মাশরাফি সেই শুরুর দিনের মতো। এখনো তার কাছে মাঠের ক্রিকেট অনেক উত্তেজনা ও আনন্দের খোরাক। সেই কথাই বললেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক-‘আমি যখন খেলা শুরু করেছিলাম, আমি আবার সেই জায়গাতে ফিরে গিয়েছি। আমি এখন বিপিএল খেলছি। সামনে ঢাকা লিগ উপভোগ করবো, খেলবো। সবসময় জাতীয় দলে খেলতে হবে, জাতীয় দলে খেললেই আপনি  খেলোয়াড় না, সেরকম তো না। নিজেকে আমার এতো প্রাধান্য দেবার দরকার আছে বলে মনে করি না। আমি নিজেকে কখনো এতো প্রায়োরিটি দিইও না। আমাকে মাঠ থেকে বিদায় দিবেন সবাই, ফুলের তোড়া নিয়ে সবাই আসবে; এমন প্রয়োজনও দেখি না! আমি যেরকম আছি ভালো আছি, খুশি আছি। আমি এনজয় করছি খেলা, খেলছি। জাতীয় দল অনেক দূরের ব্যাপার।'