জাতীয় রাগবিতে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও

  • স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাগবিতে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও জেলা দল- ছবি: ওয়ালটন

রাগবিতে চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও জেলা দল- ছবি: ওয়ালটন

শেষ হলো তিনদিন ব্যাপী ‘মার্সেল এয়ার কন্ডিশনার চতুর্থ জাতীয় নারী রাগবি প্রতিযোগিতা।’ এবার এই লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঠাকুরগাঁও জেলা। সোমবার পল্টন মাঠে ফাইনালে ১৫-৫ পয়েন্টে টাঙ্গাইল জেলাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে তারা।

তবে প্রাপ্তি কম হয়নি টাঙ্গাইল জেলার প্রথমবার অংশ নিয়েই তারা রানার্স-আপ। টুর্নামেন্টে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ২৫-০০ পয়েন্টে নড়াইল জেলা দলকে হারিয়েছে ঢাকা জেলা।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন টাঙ্গাইলের আলিসা রহমান।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন ক্রীড়াবিদ আলহাজ্ব ফরিদা আক্তার বেগম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। সঙ্গে আরও ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন সাধারণ সম্পাদক মৌসুম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদসহ অনেকেই।

এবারের জাতীয় নারী রাগবিতে অংশ নিয়েছে-ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুর, হবিগঞ্জ, নড়াইল, জয়পুরহাট, রংপুর, ঠাকুরগাঁও, জামালপুর, কিশোরগঞ্জ, কক্সবাজার, রাজশাহী ও দিনাজপুর জেলা।